PB Statement

সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী জানালো পলিট ব্যুরো

দিল্লী হাইকোর্টের রায়কে স্বাগত জানাল পলিট ব্যুরো

তারিখঃ মঙ্গলবার – ১৫ জুন, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

উত্তর-পূর্ব দিল্লীতে হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইউএপিএ ধারায় আটক তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লী হাইকোর্ট। অসাংবিধানিক আইন সিএএ’র বিরোধিতা করেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যেভাবে ভুয়ো মামলা সাজিয়ে তাদের অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে তার বিরুদ্ধে আদালতের এই রায় ন্যায় প্রতিষ্ঠার দিকে একটি সদর্থক পদক্ষেপ। হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে “ বিরোধি স্বর চেপে রাখার উদ্বেগে রাষ্ট্রের তরফে সংবিধান স্বীকৃত বিরুদ্ধতার অধিকার এবং সন্ত্রাসবাদী কাজের মধ্যেকার ব্যবধানকে অস্পস্ট করে দেওয়া হচ্ছে। এম্মন কাজকে সমর্থন যোগানো হলে তা গনতন্ত্রের জন্য একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।”

কোর্টের এই রায় কার্যত সরকারের সামনে আয়না তুলে ধরে দেখানোর মতো। সেই আয়নায় এমন অনেক উদাহরণ রয়েছে যখন সরকারের বিরোধিতা করার অপরাধে বিভিন্ন ব্যক্তিবর্গকে দেশ-বিরোধী দাগিয়ে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, সন্ত্রস্থ করার চেষ্টা হয়েছে – রাষ্ট্রদ্রোহিতা এবং ইউএপিএ আইনের বলে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।

দিল্লী হাইকোর্টের রায়কে স্বাগত জানানোর সাথেই সিপিআই(এম)-র দাবী এই রায়কে মান্যতা দিয়ে অন্যান্য সকল ক্ষেত্রে ভুয়ো মামলাগুলি প্রত্যাহার করে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিক সরকার।


শেয়ার করুন

উত্তর দিন