লকডাউনের উল্লঙ্ঘন করা হচ্ছে
সিপিআই(এম)পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে
প্রধানমন্ত্রীকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে
আজ বিজেপি’র ৪০ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় সদস্যদের উদেশ্যে দলের প্রধান দপ্তর থেকে সরাসরি লকডাউন উল্লঙ্ঘন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথমত নিজের গঠন করা তহবিলে দলের প্রত্যেককে উদার হস্তে অর্থ দানের নির্দেশ দেবার পাশাপাশি তিনি দলের প্রত্যেককে আরও ৪০ জনের কাছ থেকে এই একই উদ্দেশ্যে অর্থসংগ্রহ করার কথা বলেছেন।
দ্বিতিয়ত, প্রতিটি বুথ স্তরে বিজেপি কর্মীদের যারা এই অবস্থায় জরুরী পরিষেবা এবং জনস্বাস্থ্য প্রকল্পে কাজ করছেন ন্যুনতম এমন ৪০টি পরিবারের কাছে পৌঁছে তাদের ধন্যবাদ জানানোর কথা বলা হয়েছে।
তৃতীয়ত, সরকারের পক্ষ থেকে মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, আশ্রয় এবং টাকাপয়সার কোন দায়িত্বপালন না করে প্রধানমন্ত্রী এখন বিজেপি’র কর্মীদের এই পরিস্থিতিতে লকডাউন উল্লঙ্ঘন করে রিলিফ বিলি করার নির্দেশ দিচ্ছেন।
প্রধানমন্ত্রী সারা দেশে ২১ দিনের জন্য লকডাউন জারী করেছেন, এখন নিজেই শাসকদলের কর্মীদের সেই লকডাউন উল্লঙ্ঘন করতে সরাসরি প্ররোচনা দিচ্ছেন। এই কাজ শুধু আপত্তিজনকই নয়, সারা দেশের মানুষের একসাথে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইকে সফল করতে গেলে এরকম ঘোষণা অবিলম্বে বাতিল করা দরকার।
সিপিআই(এম) পলিট ব্যুরো প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে এই ঘোষণা বাতিল করার দাবি জানাচ্ছে।
শেয়ার করুন