Logo oF Communism

সিপিআই(এম) পলিট ব্যুরো'র প্রেস বিবৃতি

তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২০

হাতরাসে জঘন্য অপরাধের ঘটনাতে যোগী সরকারের অপদার্থতায় তীব্র ধিক্কার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরোর পক্ষ থেকে নিম্নলিখিত প্রেস বিবৃতি জানানো হয়েছেঃ

উত্তরপ্রদেশের হাতরাসে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যু হওয়া দলিত মহিলা এবং তার পরিবারের সুবিচারের দাবীকে উত্তরপ্রদেশ রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার যেভাবে সরাসরি নাকচ করেছে এবং এই জঘন্য ঘটনায় অপদার্থতা দেখিয়েছে সিপিআই(এম)’র পলিট ব্যুরোর পক্ষ থেকে তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হচ্ছে। জঘন্য বর্বরতায় মহিলাটিকে গণধর্ষণ করা হয় এবং তারই ফলে ভয়ানক আহত হবার ঘটনায় পরে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় উঁচু জাতের চারজন জড়িত থাকা সত্বেও ঘটনার দিন ১৪ সেপ্টেম্বর রক্তাক্ত অবস্থায় মহিলাটির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ সেদিন কিংবা পরের পাঁচদিনেও এই ঘটনায় এফআইআর দায়ের করেনি এমনকি আক্রান্ত হবার পরে একান্ত প্রয়োজনীয় চিকিৎসার কোন বন্দোবস্ত করেনি – করলে হয়ত মহিলার প্রাণ বেঁচে যেত। এই ঘটনা কার্যত জাতি বিদ্বেষের চরম উদাহরণ, যার কারনে মৃত্যুর পরেও মৃতার পরিবারকে তার মৃতদেহ সৎকারের অধিকারটুকুও দেওয়া হয় নি।

জাতি বিদ্বেষের কারনেই এই বর্বর ধর্ষণের ঘটনা জনসমক্ষে প্রমান করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের আমলে কিভাবে সেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনমন ঘটেছে এবং এরই ফলাফলে সেই রাজ্যে প্রতিক্রিয়াশীল শক্তি এবং জাতিবাদীদের দ্বারা দলিত এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়ে চলেছে তখন সেইসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মদত যোগান চলছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনেই এই সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে।

ধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্পষ্ট বয়ান সত্বেও পুলিশের পক্ষ থেকে যেভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করতে অস্বীকার করা হয়েছে এবং মৃত্যুর পরে নির্লজ্জ গাজোয়ারি করে মৃতদেহের বলপূর্বক সৎকার করা হয়েছে সেই নৃশংসতার বিরুদ্ধে সিপিআই(এম) অবিলম্বে সরকারের তরফে পদক্ষেপের দাবী জানাচ্ছে।
শেয়ার করুন

উত্তর দিন