করোনা নিয়ে সচেতন থাকতে পথে নেমে প্রচার সিপিআই(এম) কাউন্সিলরের

করোনা নিয়ে আতঙ্ক গ্রাস করেছে কলকাতায়।

সদ্য মঙ্গলবার ব্রিটেন ফেরত দক্ষিণ কলকাতার এক ব্যক্তির করোনা ধরা পড়েছে। এটাই প্রথম ঘটনা ধরা পড়ল শহরে। এরপরই বুধবার ৯৮ নম্বর ওয়ার্ডের মানুষজনের স্বার্থে আতঙ্ক কাটাতে এলাকার বাসিন্দা ও বিশিষ্ট চিকিৎসক এবং ওয়ার্ডর মেডিকেল অফিসার অরিজিৎ সেন-কে সঙ্গে নিয়ে করোনা সচেতনতা প্রচারে নামলেন সিপিআই(এম) কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী।

এদিন সকাল থেকেই ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের এবং ওয়ার্ড হেল্থ ইউনিটের চিকিৎসক অরিজিৎ সেনকে নিয়ে ৯৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন সিপিআই(এম) কাউন্সিলর। মানুষজনকে কী করতে হবে কী করতে হবে না সে সম্পর্কে চিকিৎসককে দিয়ে বোঝালেন। নিজেও বক্তব্য রেখে বোঝান এলাকাবাসীকে। স্বাস্থ্যকর্মীরা হাতে করোনা সচেতনতার জন্য পোস্টার নিয়ে এলাকায় এলাকায় ঘুরলেন।

করোনা নিয়ে যখন এরাজ্যের ও কলকাতা কর্পোরেশনের তৃণমূল নির্দেশিকা জারি করতে ব্যাস্ত তখন পথে নেমে মানুষের স্বাস্থ্য রক্ষা ও অযথা আতঙ্ক কাটাতে কাজ করে নতুন পথ দেখালেন সিপিআই(এম) কাউন্সিলর।
শেয়ার করুন

উত্তর দিন