PB Statement

আরএসএস প্রধানের ভয়াবহ মন্তব্যের নিন্দা করা হচ্ছে

১১ জানুয়ারি,বুধবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

আরএসএস সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে আরএসএস প্রধান মোহন ভাগবতের ভয়াবহ মন্তব্য, ভারতের সংবিধান, সকল নাগরিকের সমান অধিকার এবং আইনের শাসনের প্রতি একটি খোলাখুলি এবং স্পষ্ট চ্যালেঞ্জ।তিনি মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দিয়েছেন যে নিরাপদে থাকার জন্য তাদের "আধিপত্যের" ধারণা ত্যাগ করতে হবে। তিনি অনুভূত ঐতিহাসিক ভুলের নামে "হিন্দু সমাজের" আগ্রাসনকে ন্যায্যতা দিয়েছেন, উল্লেখ করেছেন যে হিন্দুরা "যুদ্ধে লিপ্ত"। তিনি কার্যত ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের একটি অংশের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানিয়েছেন।

প্রকৃতপক্ষে এটি "হিন্দু সমাজ" নয় বরং হিন্দুত্ব ব্রিগেডগুলি যারা আরএসএস আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং ভাগবতের মতো নেতাদের দ্বারা সমর্থিত, যারা বিভিন্ন স্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক এবং আইনি অধিকারের উপর তাদের ক্রমাগত আক্রমণের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বন্দীত্বের অনুভূতি তৈরি করেছে। ভাগবতের বিবৃতিগুলি হেগডেওয়ার এবং গোলওয়ালকরের মতো আরএসএস-এর পূর্বসূরীদের ঘৃণাপূর্ণ সাম্প্রদায়িক লেখাগুলির একটি আধুনিক সংস্করণ। যেখানে এদের বক্তব্য মুসলমানরা কেবলমাত্র অধস্তন, অবদমিত হলেই ভারতে থাকতে পারে।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো এই বক্তব্যের তীব্র নিন্দা করে। পার্টি, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের মৌলিক সাংবিধানিক মূল্যবোধের উপর এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে সকল দেশপ্রেমিক মানসিকতার নাগরিক ও শক্তিকে আহ্বান জানায়।


শেয়ার করুন

উত্তর দিন