Logo oF Communism

আনন্দ তেলতুম্বে এবং গৌতম নওলাখাকে গ্রেফতারীর ঘটনায় নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)'র পলিট ব্যুরো

১৪ এপ্রিল, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ

ভিমা কোরেগাঁও মামলায় সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগে যেভাবে আনন্দ তেলতুম্বে এবং গৌতম নওলাখাকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)'র পলিট ব্যুরো। মাননীয় সুপ্রিম কোর্ট কোভিড-১৯ মহামারীর বর্তমান প্রেক্ষিত সত্বেও এদের গ্রেফতারীর নির্দেশে স্থগিতাদেশ জারী করে নি, এই ঘটনা উদ্বেগজনক।

জাতিভিত্তিক এবং শ্রেণী আন্দোলনের রাজনীতির প্রশ্নে আনন্দ তেলতুম্বে একজন পন্ডিত ব্যাক্তি, এছাড়াও তিনি ভীমরাও আম্বেদকরের পরিবারের একজন সদস্য। গৌতম নওলাখা একজন মানবাধিকার কর্মী এবং সক্রিয় রাজনিতিক। এদের দুজনকেই যেভাবে আম্বেদকর জয়ন্তীর দিনেই গ্রেফতার করা হল তার থেকে দেশের পরিস্থিতি সম্পর্কে ধারণা স্পষ্ট হয়।

সুপ্রিম কোর্টের কাছে এই গ্রেফতারী সম্পর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছে সিপিআই(এম)। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যায্য বিচারের দাবি জানাচ্ছে সিপিআই(এম)।

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।


শেয়ার করুন

উত্তর দিন