PB Statement

কমরেড বিজন ধরঃ এই মৃত্যু পার্টির জন্য বড় ক্ষতি - পলিট ব্যুরো

কমরেড বিজন ধর স্মরণে

তারিখঃ সোমবার, ১১ই অক্টোবর - ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড বিজন ধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আজ সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমরেড বিজন ধরের মৃত্যু হয়। তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিজন ধর সত্তরের দশকে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ১৯৭৮ সালে পার্টির ১০ম সম্মেলনে পার্টির রাজ্য কমিটিতে নির্বাচিত হন এবং ১৯৯৫সালে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হন। ২০০৮ সালে ১৯তম রাজ্য সম্মেলনে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৮ সাল অবধি সেই দায়িত্ব পালন করেন। ২০০২ সালে পার্টির ১৭তম কংগ্রেসে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। প্রায় এক দশক ধরে রাজ্য কমিটির সম্পাদক হিসেবে কমরেড বিজন ধর পার্টি সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৮ সাল থেকে তিনি ত্রিপুরায় বামফ্রন্টের আহ্বায়ক।

১৯৭৫-৭৭ সালে জরুরি অবস্থার সময় তিনি এক বছরেরও বেশি সময় আত্মগোপনে ছিলেন, পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচ মাসের জন্য তার কারাবাস হয়।

মার্কসবাদী তত্ত্বে কমরেড বিজন ধরের পারদর্শীতা ছিল, ত্রিপুরায় পার্টি কমরেডদের রাজনৈতিক চেতনায় শিক্ষিত করার জন্য তার অবদান অনস্বীকার্য।

বিভিন্ন সময়ে নানাবিধ শারীরিক সমস্যা সত্ত্বেও কমরেড বিজন ধর পার্টির কাজে অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছেন। পার্টির লক্ষ্যের  প্রতি উচ্চ স্তরের অঙ্গীকারই তার এহেন আচরণের ব্যাখ্যা। ত্রিপুরায় হিংসাত্মক আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে পার্টি যখন সাহসিকতার সাথে লড়াই চালাচ্ছে তখন কমরেড বিজন ধরের এবং গত মাসে তারই সহকর্মী কমরেড গৌতম দাসের মৃত্যু পার্টির জন্য একটি বড় ক্ষতি।

পলিট ব্যুরো কমরেড বিজন ধরের স্ত্রী ইলা দাশগুপ্ত, মেয়ে গোপা ধর এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।


শেয়ার করুন

উত্তর দিন