রক্তাক্ত দিল্লির বুকে শান্তির ডাক

ভারতের ছাত্র ফেডারেশান,ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ শতাধিক নাগরিক সংগঠন দিল্লির যন্তর মন্তরের সামনে বুধবার, ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে অবস্থান শুরু করেছে অবিলম্বে দিল্লিতে শান্তি ফেরানোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে। 'Delhi Wants Peace' এই বক্তব্যকে সামনে রেখে অবস্থান শুরু হয়েছে। এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। বুধবার সকালে পার্টির পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত সহ অন্যান্য নেতৃবৃন্দ দিল্লির একাধিক হাসপাতালে আহতদের সাথে দেখা করতে যান।

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সকালে Twitter-এ সাভারকার-এর মৃত্যু দিবস নিয়ে বক্তব্য জানালেও দিল্লিতে শান্তি ফেরানোর জন্য কোন আবেদন জানানোর প্রয়োজন এখনো বোধ করেননি। রবিবার থেকে শুরু হওয়া অশান্তিতে এখনো অবধি ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শেয়ার করুন

উত্তর দিন