PB Statement

কোভিড মহামারীর পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপের দাবী জানালো পলিট ব্যুরো

অবিলম্বে নিজেদের দায়িত্ব পালন করুক সরকার

তারিখঃ বৃহস্পতিবার, ১৫ই এপ্রিল  - ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

কোভিড মহামারী সারা দেশে বেলাগাম সংক্রমনের চেহারায় জারী রয়েছে। ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা কমাতে এবং স্বাস্থ্য পরিষেবা সামগ্রীর অপ্রতুলতা কাটিয়ে উঠতে অবিলম্বে সরকারকে পদক্ষেপ গ্রহন করতে হবে।

জনসাধারণ সংক্রমন রোধে বিধিনিষেধ পালন করছেন না এই অজুহাতে কেন্দ্রীয় সরকার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেনা কিংবা রাজ্য সরকারের উপরে সেই দায় চাপিয়ে দিতে পারে না। কেন্দ্রীয় সরকারের তরফে অবিলম্বে সমস্ত প্রকার গণজমায়েতে নিষেধাজ্ঞা জারী করা উচিত। নির্বাচনী জনসভা এবং প্রচার সংক্রান্ত কাজে সংক্রমন রোধী সকল বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে বিশেষ রেল পরিষেবা চালু করতে হবে। স্বাস্থ্য পরিষেবা খাতে প্রয়োজনীয় বাড়তি খরচের সংস্থানে পি এম কেয়ার্স তহবিলকে ব্যবহার করে হবে। দ্রুত গণ টিকাকরন কর্মসূচীকে ব্যাপকতর করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনজীবিকা তীব্র সংকটে পড়েছে, দুর্দশা বেড়েছে। সরকারের তরফে এখনই অভাবী পরিবারগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য এবং প্রতি মাসে নগদ ৭৫০০ টাকা পৌঁছানোর বন্দোবস্ত করতে হবে। একইসাথে এমএনরেগা প্রকল্পের পরিসরকে যতদূর সম্ভব বাড়াতে হবে। অতিদ্রুত শহরাঞ্চলে জনসাধারনের জন্য নিশ্চিত রোজগার সংক্রান্ত কর্মসূচী গ্রহন করতে হবে।  

পরিস্থিতির মোকাবিলায় উপরোক্ত পদক্ষেপসমুহকে ন্যুনতম প্রয়োজন হিসাবে বিবেচনা করে অবিলম্বে সক্রিয় হওয়া উচিত।

দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো দাবী জানাচ্ছে যুদ্ধপরিস্থিতির ন্যায় বিপদের গুরুত্ব বিচার করে অবিলম্বে উপরোক্ত পদক্ষেপসমূহ গৃহীত হোক।     


শেয়ার করুন

উত্তর দিন