ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ
অযোধ্যাঃ ট্রাস্টকেই তাদের কাজ করতে দেওয়া হোক
অযোধ্যায় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে সিপিআই(এম) বরাবর নিজের অবস্থান স্পষ্ট রেখে এসেছে এবং দাবী জানিয়েছে সংশ্লিষ্ট বিবাদের মিমাংশায় হয় বিবদমান দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হোক নাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী। সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে রায় দিয়েছে এবং মন্দির নির্মাণ করার নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে। যেভাবে উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষে থেকে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তর হিসাবে প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে এই মন্দির নির্মাণ শেষে ভূমিপুজার আয়োজন করা হয়েছে তা যে শুধু সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধেই যাচ্ছে তাই নয় বরং দেশের সংবিধানের মূল ভাবনারও বিরোধী।
সুপ্রিম কোর্টের রায়ে ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসকে নিন্দা করা হয়েছে এবং সেই ঘটনাকে অপরাধমূলক কাজ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। মসজিদ ধ্বংসে দোষীদের যথাযথ শাস্তি বিধানের বদলে কেন্দ্রীয় এবং একটি রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে মন্দির নির্মাণের ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে তাতে অতিতের সেই অপরাধমূলক কাজে বৈধতা দেবার সম্ভাবনা তৈরি হয়, এমনটা হওয়া একেবারেই কাম্য নয়।
সারা দেশেই কোভিড-১৯ অতিমারি বিস্তার লাভ করছে। নিবারণমূলক ব্যাবস্থাপনা হিসাবে দেশের স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত ধর্মীয় জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। অযোধ্যাতে মন্দির নির্মাণ প্রকল্পে নিযুক্ত পুলিশকর্মী এবং পুরোহিতদের করোনায় সংক্রামিত হওয়ার ঘটনা বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন সংশয়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
আমরা দেশের জনগনের উদ্দেশ্যে আহ্বান জানতে চাই তারা যেন দেশের সংবিধানে বর্ণীত ধর্মনিরপেক্ষতা এবং ন্যায়ের নীতিকে সবার উর্ধে তুলে ধরেন যাতে একটি নির্দিষ্ট পার্টিজান রাজনৈতিক লক্ষ্যপূরনের জন্য অতিমারির সময়ে জনজীবনের ক্ষেত্রে প্রযোজ্য নির্দিষ্ট বিধিনিষেধসমূহকে অবজ্ঞা করতে জনগণের ধর্মীয় আবেগকে কেউ ব্যাবহার না করতে পারে।
শেয়ার করুন