করোনা ভাইরাসের সংক্রমণ সারা পৃথিবীতে মহামারীর আকার নিয়েছে। অন্যান্য দেশের সাথে ভারতেও কেন্দ্রীয় সরকার দেশব্যাপি লকডাউন জারী করেছে। এই অবস্থায় স্বাভাবিক সামাজিক জনজীবন একদিকে ভাইরাসের সংক্রমণের দ্বারা অন্যদিকে লকডাউনের প্রভাবে বিপর্যস্ত। সারা দেশজূড়েই সবাইকে একসাথে মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে। এই অবস্থায় মানুষের একজোট হয়ে একে অন্যের বিপদে পাশে দাঁড়ানো এবং সংক্রমনের শৃঙ্খল ভেঙ্গে দিয়ে তাকে আর বাড়তে না দেওয়াই প্রধান লক্ষ্য।
এরকম কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, ভুয়ো ছবি ছড়িয়ে দিয়ে মানুষের মনে অহেতুক দুশ্চিন্তা, আতংক এবং বিশেষ সম্প্রদায়ের প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ছবিগুলি দেখিয়ে দাবি করা হয়েছে লকডাউন চলাকালীন পার্কসার্কাস এবং কোলকাতার আরও কয়েকটি এলাকায় (যেখানে মুসলমান মানুষ সংখ্যায় বেশি থাকেন)মানুষ লকডাউন উপেক্ষা করে বাইরে বেরোচ্ছেন, তারা কেউ সুরক্ষার কোন ব্যাবস্থাই নেন নি। অথচ ছবিগুলির উৎস সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে এই ছবিগুলীর বেশিরভাগই পাকিস্তানের বিভিন্ন বাজার এলাকার ছবি তাও দশ বছর কি আরও আগেকার।
এমনকি মেঘালয়ের রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায়ও এধরণের ছবি ট্যুইট করে দাবি করেছেন যারা লকডাউন মানছেন না তাদের যেন সরকারি সাহায্য না দেওয়া হয়।
এধরনের ভুয়ো ছবি এবং ভুয়ো খবর জনমানসে ছড়িয়ে দিয়ে এই সময়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির অপচেস্টা রুখতে সিপিআই(এম) পলিট ব্যুরোর পক্ষ থেকে বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান হয়েছে, এমনকি রাস্ট্রপতিকে চিঠি লিখেও সেকথা জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
কোভিড-১৯ সংক্রান্ত বক্তব্য জানিয়ে রাষ্ট্রপতিকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির চিঠি
নিকৃষ্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই সময়ে এধরণের মিথ্যাচার, সাম্প্রদায়িক উস্কানি, নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানোর এই অপচেস্টা আমাদের সবাইকে একসাথে নিয়েই রুখতে হবে। মানুষকেই মানুষের পাশে থেকে মহামারীর বিপদের মোকাবিলা করতে হবে।
ইতিমধ্যেই বিজেপি আইটি সেল'র প্রধান অমিত মালব্য'র বিরুদ্ধে অন্তত ১৬ টি বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তথ্য-প্রমান সহ সামনে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে অমিত মালব্য কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্কে অথবা শাহিনবাগে চলা সিএএ বিরোধী আন্দোলন নিয়ে আবার কখনো প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে কুরুচিকর এবং মিথ্যা খবর প্রচার করেছেন। সেই নিয়ে আরও বিষদে জানতে নিচের লিংক ব্যাবহার করুন।
বিজেপি আইটি সেল'র প্রধান অমিত মালব্য ভুয়ো খবর প্রচার করেছেন।
একইসাথে উল্লেখযোগ্য গতকাল, শুক্রবার (১০/০৩/২০২০) Zee News এর পক্ষ থেকে অরুণাচল প্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর ব্যাপারে ভুয়ো খবর সম্প্রচার করা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়েছে।
গোটা দেশ যখন কোভিড-১৯ সংক্রমণের ধাক্কায় বিপর্যস্ত, বিভিন্ন জায়গায় মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন তখন আমাদের সবাইকেই সচেতন হতে হবে, সজাগ হতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত কোন খবর তথ্য যাচাই না করেই শেয়ার করে ছড়িয়ে দেওয়া আজকের দিনে শুধু অবিবেচকের মতোই নয় বরং অত্যন্ত নিন্দনীয় কাজ হবে।
তথ্যসুত্রঃ ১. আনন্দবাজার.কম, ২. স্ক্রল.ইন
ছবিঃ ১. সোশ্যাল মিডিয়া ২. আনন্দবাজার.কম ৩. গুগল ইমেজেস