প্রেস বিবৃতি
নির্লজ্জ হুমকির কাছে ভারত সরকারের আত্মসমর্পণ ভাইরাস মহামারীর বিরুদ্ধে দেশের লড়াইয়ের ক্ষতি করে দেবে। মার্কিন স্বার্থের কাছে আত্মসমর্পণ করার এ হলো আরও একটি নিদর্শন।
পলিট ব্যুরো বলেছে, সাম্প্রতিক অতীতেও আমাদের সরকার সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ভেন্টিলেটর সহ পিপিই রপ্তানি নিয়ে অপরিকল্পিত ছেলেখেলা করেছে। আমাদের সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ওপরে তার বিপর্যয়কর প্রভাব পড়েছে।
পলিট ব্যুরো বলেছে, শুধুমাত্র নিজেদের স্বার্থে অন্য দেশের জন্য সরবরাহ ও সামগ্রীও নিয়ে নিতে চায় আমেরিকা। তার জঘন্য চেষ্টা চলছে। ট্রাম্প ভারতকে সেই লক্ষ্যেই হুমকি দিয়েছেন।
ভারতের জনগণে মহামারীর গুরুতর বিপদের সামনে দাঁড়িয়ে। জনগণের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছে পলিট ব্যুরো।
শেয়ার করুন