PB Statement

মুসলমানদের উপর নৃশংস সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে পলিট ব্যুরোর বিবৃতি

২৭ জুন,২০২৪

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে মুসলমান সম্প্রদায়ের সদস্যদের উপর হামলার তীব্র নিন্দা করছে।

ছত্তিশগড়ে গরু পাচারকারী তকমা দিয়ে তিনজন মুসলমানকে, যারা মহিষ নিয়ে যাচ্ছিল, গোরক্ষক বাহিনী খুন করেছে। আলিগড়ে চুরির অভিযোগে এক মুসলমানকে পিটিয়ে খুন করা হয়েছে।

মধ্যপ্রদেশের মান্ডলায় ফ্রিজ থেকে "গরুর মাংস" উদ্ধারের অভিযোগের পরে ২৪ ঘন্টার মধ্যে মুসলমানদের এগারোটি বাড়ি ভাঙা হয়েছে।

লক্ষ্ণৌ-এর আকবরনগরে,যা মুসলমান অধ্যুষিত এলাকা, নদীতট সৌন্দর্যায়নের অজুহাতে এক হাজারেরও বেশি পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গুজরাটের ভাদোদরায় পার্শ্ববর্তী হিন্দুরা মুখ্যমন্ত্রী আবাসন প্রকল্পের অধীনে একটি নিম্ন-আয় গোষ্ঠীর আবাসনে একজন মুসলমান মহিলাকে একটি ফ্ল্যাট বরাদ্দের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদে নেমেছে।

হিমাচল প্রদেশের নাহানে, ঈদ-উল-আযহায় একটি গরু ‘কোরবানি’ দেওয়ার অভিযোগে এক মুসলমানের দোকানে লুট ও ভাঙচুর করা হয়েছে। গো-হত্যার অভিযোগে তার বিরুদ্ধে একটা মামলাও রুজু করা হয়েছে। এই ঘটনার পর শহরের অন্য ১৬ জন মুসলমান দোকান মালিক পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

দিল্লির সঙ্গম বিহারে, মন্দিরের কাছে একটি গরুর মৃতদেহ উদ্ধার হওয়ার পরে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের উস্কানিমূলক বক্তৃতা দেয়। তারপরে ভীত-সন্ত্রস্ত বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন,এমন খবর পাওয়া গেছে।

লোকসভা নির্বাচনে বিজেপির ক্ষতির পরে সাম্প্রদায়িক হামলার এই ধরনের বাড়বাড়ন্ত থেকে বোঝা যায় যে বিজেপি এবং হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিগুলি নতুন করে প্রতিশোধের ও মেরুকরণের প্রচেষ্টাকে তীব্র করবে।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো তার সমস্ত ইউনিটকে বিজেপি এবং অন্যান্য সাম্প্রদায়িক দলগুলির এই ধরনের জঘন্য কৌশলগুলির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানায়।

পলিট ব্যুরো দেশ জুড়ে পার্টি ইউনিটগুলিকে অবিলম্বে এই ঘৃণার পরিবেশকে পরাস্ত করার এবং জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানায়।


শেয়ার করুন

উত্তর দিন