যেহেতু উপলব্ধ তথ্য নির্বাচন কমিশন গতকাল তার ওয়েবসাইটে আপলোড করেছে, তাই তথ্য বিশ্লেষণ করার চেষ্টা চলছে এবং সম্পূর্ণ প্রভাব বুঝতে কিছুটা সময় লাগতে পারে। এমনকি প্রাথমিক বিশ্লেষণ থেকেও পারস্পরিক সুবিধার আদানপ্রদান এবং বন্ডের মাধ্যমে কর্পোরেটদের কাছ থেকে জোরপূর্বক তহবিল তোলার জন্য ইডি-র মতো সংস্থাগুলিকে ব্যবহার করা উভয়েরই নজির রয়েছে।
সিপিআই(এম) সমস্ত রাজনৈতিক দল, গোষ্ঠী এবং গণতন্ত্রের ভবিষ্যত বিষয়ে আগ্রহী ব্যক্তিদেরকে নির্বাচনী গণতন্ত্রকে বিপর্যস্ত করার এই ধরনের নির্লজ্জ প্রচেষ্টার প্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানায়।
শেয়ার করুন