PB Statement

সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি চালুর তীব্র বিরোধীতা করে পলিট ব্যুরোর বিবৃতি

১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

সিপিআই(এম) এর পলিট ব্যুরো নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA)-এর অধীনে বিধিগুলি চালুর বিজ্ঞপ্তি জারি করার তীব্র বিরোধিতা করছে। নাগরিকত্বকে ধর্মীয় পরিচয়ের সাথে যুক্ত করে সিএএ লাগু করা সংবিধানের অন্তর্ভুক্ত নাগরিকত্বের ধর্মনিরপেক্ষ নীতি লঙ্ঘন করেছে।

এই আইনের অধীনে নথিবদ্ধ বিধিগুলি প্রতিবেশী দেশগুলি থেকে আগত মুসলমানদের প্রতি বৈষম্যমূলক পদ্ধতির প্রয়োগকেই কার্যকর করে। এই আইনটির বাস্তবায়ন একটি জাতীয় নাগরিক পঞ্জী তৈরির সাথেও যুক্ত রয়েছে যা আশঙ্কা জাগায় যে মুসলমান বংশোদ্ভূত নাগরিকদের বৈষম্যের লক্ষ্যবস্তু করা হবে।

বিধিগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে তাদের রাজ্যে নাগরিকত্বের জন্য ব্যক্তিদের সনাক্তকরণ এবং তালিকাভুক্ত করার প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। স্পষ্টতই এটা করা হয়েছে সেই সমস্ত রাজ্য সরকারগুলিকে সম্পূর্ণ পদ্ধতি থেকে বাদ দেওয়ার জন্য যারা নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA)-এর বিরোধিতা করেছে।

সিএএ গৃহীত হওয়ার চার বছরেরও বেশি সময় পরে এবং লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির মাত্র কয়েক দিন আগে সিএএ-এর বিধিগুলির বিজ্ঞপ্তি জারি করা এটি স্পষ্ট করে যে বিজেপি বিভাজন এবং মেরুকরণের উদ্দেশ্যে সিএএ বাস্তবায়নকে ব্যবহার করতে চায়।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রনয়ন এবং এর বাস্তবায়নের বিরোধিতা পুনরায় স্পষ্ট করে এবং এই মারাত্মক আইন বাতিল করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাবে।


শেয়ার করুন

উত্তর দিন