২০মে, শনিবার,২০২৩ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোটের সঞ্চলন প্রত্যাহার করেছে। সিপিআই(এম) এর পলিট ব্যুরো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই পদক্ষেপটি কার্যত ২০১৬ সালের নোটবন্দীকরণকে উল্টে দেওয়া। মোদি ঘোষণা করেছিলেন যে এর ফলে ভারতের কালো টাকা উদ্ধার, দুর্নীতি রোখা, সন্ত্রাসবাদের অর্থ জোগান বন্ধ এবং ডিজিটাল অর্থনীতির প্রচারের উত্তর হিসাবেই নোটবন্দী করা তা সব ক্ষেত্রে একটি হতাশাজনক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে, ২০০০ টাকার নোটে থাকা কালো টাকার মজুদ পরিষ্কার করার পরিবর্তে, এই পদক্ষেপে এটিকে বৈধতা দেবে এই সম্ভাবনা রয়েছে।
মোদি-সৃষ্ট নোটবন্দী বিপর্যয় কোটি কোটি জীবিকা ধ্বংস করেছে, শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে,অসংগঠিত অর্থনীতি এবং এমএসএমইগুলিকে ধ্বংস করেছেন যা কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে।
মোদি নোট বাতিলের বিপর্যয় তৈরি করার পর থেকে নগদ টাকার প্রচলন এখন ৮৩% বেড়েছে।দুর্নীতি বৈধ হয়েছে এবং বহুগুণ বেড়েছে। নিন্দনীয় সন্ত্রাসবাদী হামলা অব্যাহতভাবে নিরীহ প্রাণ কেড়ে নিচ্ছে।
আমাদের অর্থনীতির ধ্বংস এবং জাতীয় সম্পদ লুট থেকে মোদীকে প্রতিহত করতে হবে এবং পরাজিত করতে হবে। ধান্দার অর্থনীতি কর্পোরেট সাম্প্রদায়িক আঁতাতকে প্রত্যাখ্যান করতে হবে। পলিট ব্যুরো জনগণকে এই ধরনের কর্তৃত্ববাদী একতরফা জনবিরোধী পদক্ষেপ থেকে আমাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।