সারা ভারত কৃষক সভার প্রেস বিবৃতি

সারা ভারত কৃষক সভার প্রেস বিবৃতি
০৮.০২.২০২১, নয়া দিল্লী

এআইকেএস কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্যের তীব্র নিন্দা করছে, তাদের প্রতি ক্ষমা চেয়ে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়।

বর্তমান কৃষক সংগ্রামের জন্য প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে দায়ী।

প্রধানমন্ত্রীকে কৃষি আইনগুলো ও বিদ্যুত বিল প্রত্যাহার করতে হবে এবং তার ২০১৪ এর সি২+৫০% হারে এমএসপি প্রদানের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনকারী কৃষকদের 'আন্দোলনজীবী' বলে অপমান করে যে বিবৃতি দিয়েছেন এআইকেএস তার তীব্র নিন্দা করছে, এবং সংসদে তার অবমাননাকর মন্তব্যের অবিলম্বে প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানায়। এই অপমানটি এমন একজন 'কর্পোরেট জীবী' প্রধানমন্ত্রী করেছে যার আরএসএস কখনও ব্রিটিশ শাসনের দাসত্বের বিরুদ্ধে ভারতের জনগণের গৌরবময় 'আন্দোলনের' অংশ ছিল না। তার 'Foreign Destructive Ideology' (FDI) সংক্রান্ত মন্তব্য ফ্যাসীবাদের সাথে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ, যা তার নিজের আরএসএস-এর গুরু হিটলার ও মুসোলিনির পছন্দের সাথে মিলে যায়।

নাগরিক হিসাবে প্রতিটি কৃষকের ভারতের সংবিধান অনুসারে প্রতিবাদ করার অধিকার রয়েছে, এবং নিজেদের জীবিকা রক্ষার জন্য সংগ্রামরত কৃষকদের প্রতি কুৎসা করতে প্রধানমন্ত্রীর তার ক্ষমতার অপব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রীর দ্বারা কৃষকদের এই অবমাননার নিন্দা করার জন্য এআইকেএস সকল গণতান্ত্রিক অংশ, রাজনৈতিক দল এবং গণ ও শ্রেণী আন্দোলনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, কৃষক সংগঠনগুলি তাদের সংগ্রামের কারণ বোঝাতে পারছে না। এটি কৃষকদের সংগ্রামকে কালিমালিপ্ত করার জন্য তার পরিকল্পনার অংশ। ভারতে কৃষিসঙ্কট বিরাজ করছে এবং প্রতি ঘন্টায় ভারতে দুজন করে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হন। এর কারণ হল, ভারতে কৃষির পারিশ্রমিক মূল্য অত্যন্ত কম ও তার ফলস্বরূপ কৃষকদের ক্রমবর্দ্ধমান ঋণগ্রস্ততা কৃষিকে অলাভজনক করে তুলেছে। ৮৬% কৃষক পরিবারের ২ হেক্টরেরও কম জমি রয়েছে এবং তারা বাজারে মারাত্মক শোষণের শিকার হচ্ছেন এবং কৃষিকাজ ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিকদের দলে যোগ দিতে বাধ্য হয়েছেন।

আমরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি এবং বিজেপি ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে সি২ + ৫০% হারে এমএসপি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে মোদি সরকার ভারতীয় কৃষিক্ষেত্র এবং দেশের খাদ্য সুরক্ষা কর্পোরেটদের কাছে সমর্পণ করেছে।

কৃষকরা সারাদেশে সমস্ত ফসলের ক্রয় সহ আইনত নিশ্চিত করা এমএসপির দাবির পক্ষে লড়াই করছেন।
গত ৭ বছরে যে প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন একমাত্র তিনিই এই বর্তমান কৃষক সংগ্রামের জন্য দায়ী।
আজ সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ বিদেশী এবং দেশীয় কর্পোরেট পুঁজির অধীনস্থ তাঁর সরকারের বাধ্যবাধকতাগুলিই প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী কোন একটি কৃষক সংগঠন বা একটিও রাজ্য সরকার, এমনকি সংসদেও পরামর্শ না করে সংসদে কর্পোরেটদের অনুকূলে, কৃষক বিরোধী এবং জনবিরোধী ৩টি কৃষি আইন পাশ করিয়েছেন।

কৃষকরা ৩ টি কৃষি আইন বাতিল,সি২ + ৫০% হারে আইনত গ্যারান্টিযুক্ত এমএসপি,বিদ্যুৎ (সংশোধন) বিল ২০২০ প্রত্যাহার এবং দূষণ অধ্যাদেশে কৃষক বিরোধী ধারা বাদ দেওয়া সহ তাদের সমস্ত প্রকৃত দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছপা হবেন না।

এআইকেএস তার সমস্ত ইউনিট এবং ভারতের সমস্ত কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে যে প্রধানমন্ত্রীর কৃষক সম্প্রদায়ের প্রতি অপমানের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক বিক্ষোভের আয়োজন এবং দেশজুড়ে আরও দৃঢ় প্রত্যয়ী সংগ্রামের জন্য প্রস্তুত থাকার জন্য।

হান্নান মোল্লা
সাধারণ সম্পাদক
ড.অশোক ধাওয়ালে
সভাপতি


শেয়ার করুন

উত্তর দিন