দাঙ্গায় বিধ্বস্ত দিল্লির পাশে দাঁড়াতে রাজ্য জুড়ে অর্থ সংগ্রহ অভিযান...

দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র চলছে অর্থ সংগ্রহ। এদিন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালনা, কলকাতার বিভিন্ন অঞ্চলে ও রাজ্যের বিভিন্ন জেলার পার্টি কর্মীরা নামেন অর্থ সংগ্রহে। প্রতিটি পার্টি শাখায় অর্থ সংগ্রহ অভিযান করা হচ্ছে। পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির নির্দেশে সারা দেশ জুড়ে দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এই অর্থ সংগ্রহ অভিযান চলছে। এদিন বিকেলে ধর্মতলার লেনিন মূর্তির কাছে সিপিআই(এম) উদ্যোগে হচ্ছে অর্থ সংগ্রহ কর্মসূচি।  

শিলিগুড়িতে অর্থ সংগ্রহ করেছেন মহঃ সেলিম, জীবেশ সরকার, সমন পাঠক সহ অন্যান্য পার্টি নেতৃত্ব। সকালে জলপাইগুড়ির শহরের দিন বাজার এলাকায় অর্থ-সংগ্রহে নামেন পার্টির কর্মী সমর্থকরা। ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসেন সারা রাজ্যের মানুষ। উল্লেখ্য দিল্লির দাঙ্গা বিধ্বস্ত মানুষের পাশে প্রথমেই সীতারাম ইয়েচুরি পুরষ্কার মূল্যের ৫০হাজার তুলে দেন। আজ ভারত জুড়ে সাহায্য সংগ্রহে অভূতপূর্ব সাড়া দিয়েছেন সাধারণ মানুষ।


শেয়ার করুন

উত্তর দিন