ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি
১৫ জুলাই, শুক্রবার, ২০২২
সংসদ ভবন চত্বরে সাংসদেরা কোনরকম প্রতিবাদসূচক কর্মকাণ্ড করতে পারবেন না, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো এমন স্বৈরাচারী আদেশের নিন্দা করছে।
সাংসদরা দেশ ও জনগণের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য নিয়মিত প্রতিবাদের কর্মসূচী নেন। ভারতীয় সংসদ কাজ শুরু করার পর থেকেই সাংসদদের গণতান্ত্রিক অধিকার হিসাবেই এই কাজ বিবেচিত হয়েছে।
পাশাপাশি অসংসদীয় শব্দের তালিকা সম্প্রসারণের জন্য জারি করা নতুন নির্দেশিকায় এমনকি 'অযোগ্যতা'র ন্যায় সরকারের বিরুদ্ধে প্রায়শই ব্যবহৃত শব্দও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবাদ নিষিদ্ধ করার এই আদেশ সংসদের উপর সবচেয়ে নির্লজ্জ কর্তৃত্ববাদী আক্রমণ, এবং সংসদের স্বাধীন কার্যকারিতা এবং সাংসদদের অবিচ্ছেদ্য অধিকার।
সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এমন একতরফা সিদ্ধান্ত নির্লজ্জভাবে অগণতান্ত্রিক।আরও খারাপ বিষয় হল,সংসদ অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালেই এমন করা হল।
অবিলম্বে গণতন্ত্রবিরোধী সিদ্ধান্তসমুহ প্রত্যাহার করার দাবি জানাচ্ছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো।