PB Statement

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত

২ মার্চ,বৃহস্পতিবার, ২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে: একটি যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা (বা বৃহত্তম বিরোধী দলের নেতা) এবং ভারতের প্রধান বিচারপতি- এদের সমন্বয়ে গঠিত কমিটির পরামর্শে নির্বাচন কমিশনারদের নিয়োগ করতে হবে ভারতের রাষ্ট্রপতিকে। সংসদ কর্তৃক এই সংক্রান্ত আইন প্রণীত না হওয়া পর্যন্ত এই প্রথা বজায় থাকবে। এটি নির্বাচন কমিশনের স্বাধীন কর্তৃত্ব এবং কার্যকারিতাকে শক্তিশালী করার দিকে একটি ধাপ অগ্রসর হওয়া, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশনের দায়িত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যা বাধ্যতামূলক।

সাংবিধানিক বেঞ্চ আরও বলেছে যে নির্বাচন কমিশনকে কার্যনির্বাহী বিভাগের সকল প্রকার অধীনতা থেকে "দূরে" থাকতে হবে।

সিপিআই(এম) বরাবরই বলেছে যে নির্বাচন কমিশনের নিয়োগটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে, সিবিআই ডিরেক্টর, লোকপাল ইত্যাদি নিয়োগের বিষয়ে সংসদ যা আইন করেছে , অনুরূপ ভিত্তিতে হওয়া উচিত।


শেয়ার করুন

উত্তর দিন