এ রাজ্যে ৫০বছর পর ডিএ-হীন বেতন দিয়ে রেকর্ড গড়লেন মমতা ব্যানার্জি...

নজির বিহীন ঘটনা,গত অর্ধশতকে এমন ঘটনা শোনা যায়নি, ডিএ ছাড়াই বেতন পেতে চলেছেন এরাজ্যের সরকারি কর্মচারীরা। চলতি মাসেই চালু হচ্ছে বেতন কমিশনের সুপারিশের বেতন। সেই বেতনেই থাকছে না মহার্ঘভাতা। এই বঞ্চনার রূপকার এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

৫০ বছর পরে রাজ্যের কর্মচারীরা মুখোমুখি হচ্ছেন ডিএ-হীন বেতনের। স্বাধীন ভারতে কেন্দ্রীয় সরকার থেকে কোনও রাজ্য সরকারের এমন নজির তৈরি করতে পারেনি। অর্থ দপ্তরের অধীন এইচআরএমএস (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম)’র ‘পে অ্যান্ড অ্যালাউন্স’ থেকে এবারই প্রথম লোপাট করে দেওয়া হয়েছে মহার্ঘভাতার কলাম।

কর্মচারীদের ‘পে স্লিপ’ থেকেও গায়েব ‘ডিএ’ লেখা।

সরকারি কর্মচারীরাই শুধু নন, সরকারের কোষাগার থেকে বেতন গ্রহণ করেন শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরকর্মী সবার বেতনের পে স্লিপ থেকে লোপাট হয়ে যাচ্ছে ডিএ। প্রায় ৮লক্ষের ওপর কর্মচারী ডিএ-হীন বেতন পেতে চলেছে...বিস্তারিত জানতে নীচের লিঙ্কটি ব্যবহার করুন
গণশক্তি পত্রিকা
শেয়ার করুন

উত্তর দিন