বিশ্বে যখন পেট্রোপণ্যের দাম দ্রুত হারে কমেছে তখন ভারতে বিজেপি সরকার পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ২-৮টাকা ও ৪ টাকা করে বাড়ালো।এর সঙ্গে রোড সেস বাবদ আরও ১টাকা যুক্ত হবে।২০১৪ থেকে এ পর্যন্ত মোদীর আমলে এই দুয়ের দাম যথাক্রমে ১৪২% ও ৪৪৯% বাড়লো।#হোকবিক্ষোভ আরও জানুন