কমরেড পদ্মনিধি ধর তখন হাওড়া জেলা পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ডোমজুড়ের বিধায়ক।ওঁর বাড়ি গিয়েছিলাম ঐ এলাকায় বাস্তুহারাদের পাট্টা বিলি উপলক্ষে। তাঁর অনাড়ম্বর এবং ষ্পষ্টবাদী জীবনাভ্যাস ভুলবার নয়। তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা ও অনুরাগীদের আমাদের সমবেদনা জানাই।
লাল সেলাম। আরও জানুন