তারিখঃ ৯ জুলাই, ২০২০ - বৃহস্পতিবার
ট্রাম্প প্রশাসন রাষ্ট্রসঙ্ঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে । কোভিড-১৯ সংক্রমনের সফল মোকাবিলার জন্য ট্রাম্প গোড়ায় চীনের প্রশংসা করেছিল । অন্যান্য দেশে যখন সংক্রমন কমছে এবং আমেরিকায় দ্রুত বাড়ছে তখন ট্রাম্পের সুর সম্পূর্ণ পাল্টে যায় । কারণ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ।
দিশেহারা ট্রাম্প সময়মতো সতর্ক না করার জন্য এবং' চীনের ভুল তথ্য ছড়ানোর ' জন্য হু'র বিরুদ্ধে অভিযোগ তোলে । হু তথ্য দিয়ে দেখায় সতর্ক করা সত্ত্বেও তুড়ি মেরে ট্রাম্প এই বিপদ উড়িয়ে দিয়ে আগাম কোন ব্যবস্থা নেয়নি এবং চরম অবহেলা ও ব্যর্থতা ঢাকতে চীন ও হু'র ঘাড়ে দোষ চাপানোর খেলা শুরু করে । এতে কোন লুকোচুরি নেই ।ট্রাম্পের বক্তব্যের রেকর্ড থেকেই সেটা পরিষ্কার।
বর্তমান অবস্থা কী!
২০ জানুয়ারি থেকে ৮ জুলাই ২০২০ পর্যন্ত আমেরিকায় ( লোকসংখ্যা ৩২.৫ কোটি ) আক্রান্ত ২৯ লক্ষ ২৩ হাজার, মৃত্যু ১ লক্ষ ৩০ হাজারের বেশি ।
চীনে ২৯ ডিসেম্বর ২০১৯ থেকে(লোকসংখ্যা ১৪০ কোটি) ৮ জুলাই পর্যন্ত আক্রান্ত ৮৫,৩৬৬ এবং মৃত ৪,৬৪৮ ।
নির্বাচনের আগে এ জ্বালা ট্রাম্প সইতে পারছে না । নির্বাচনের দোরগোড়ায় এটা ট্রাম্পের এমন দু:সহ জ্বালা যে ভারতকেও তাতাচ্ছে চীনের বিরুদ্ধে, ভারতের পক্ষ নিয়ে চীন- ভারত বিরোধে গায়ে পড়ে নাক গলাচ্ছে যদিও অন্তত এই একটি বিষয়ে মোদী সরকার আমল দেয়নি । চীনকে যুদ্ধের ভয় দেখাচ্ছে, চারদিক থেকে চীনকে প্রায় পাঁচ বছর ধরে সামরিক দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে । চীন এই ভাইরাস রুখতে গোটা দুনিয়াকে সাহায্য করে যাচ্ছে আর ট্রাম্প প্রশাসন অন্যদের সাহায্য দূরে থাক, নিজেরাই হাবুডুবু খাচ্ছে, পৃথিবীরও বিপদ গুরুতর করে তুলছে ।
হু থেকে সরে আসা আমেরিকার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টি সমর্থন করেনি, চিকিৎসা বিজ্ঞানীরা বাধা দিয়ে যাচ্ছেন । দুনিয়ার কেউ ট্রাম্পের পাশে দাঁড়ায়নি।
এক অন্যায় রক্ষা করতে পরপর বিপজ্জনক অন্যায় করেই যাচ্ছেন ট্রাম্প ।