ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
ত্রিপুরাঃ সিপিআই(এম) সহ বিরোধী দলগুলির উপরে বিজেপি’র বর্বরোচিত আক্রমন
ত্রিপুরায় সিপিআই(এম) – এর নেতা, কর্মী এবং দলীয় কার্যালয়ের উপরে বিজেপি সমাজ বিরোধীদের দ্বারা নৃশংস আক্রমন চালায়। ১৭ই জানুয়ারি সিপিআই(এম) – এর আঞ্চলিক কার্যালয়ে আক্রমন করে তারা পার্টি কর্মীদের আহত করে।
ত্রিপুরায় পার্টির রাজ্য কমিটির সদস্য, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা – রাজ্যসভার সাংসদ এই আক্রমনের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তার এবং তার নিরাপত্তা রক্ষীর উপরেও গুরুতর আক্রমন চালানো হয়। পরে সাংসদের বাসভবনে আক্রমন করে নগদ টাকাপয়সা সহ অন্যান্য মুল্যবান সামগ্রী চুরি করে নেয় বিজেপি’র গুন্ডারা।
এর পরে বিজেপি’র দুষ্কৃতীরা এলাকার একটি সাব-ডিভিশন দপ্তরের সচিব এবং নিরাপত্তা কর্মীদের উপরে হামলা চালায়, গাড়ি ভাঙ্গা হয় এবং সরকারি দপ্তর ভাঙচুর করা হয়।
অন্য একটি ঘটনায় একই কায়দায় কংগ্রেসের এক সভাপতির উপরে হামলা চালানো হয়েছে।
বিজেপি’র পক্ষ থেকে এই জঘন্য আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে পার্টির পলিট ব্যুরো। আইন শৃঙ্খলা রক্ষা করার বদলে ত্রিপুরায় বিরোধী রাজনৈতিক দলের উপরে আক্রমনের ঘটনাকে সেই রাজ্যের বিজেপি সরকার সমর্থন যোগাচ্ছে। বিজেপি’র এধরণের অগণতান্ত্রিক এবং বর্বরোচিত কাজ ত্রিপুরার জনগন কিছুতেই মেনে নেবেন না।
শেয়ার করুন