মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যে করোনা মোকাবিলার স্বার্থে, গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করলো বামফ্রন্ট

৭ এপ্রিল ২০২০

মুখ্যমন্ত্রী গত ২৩ মার্চ নবান্নে করোনা মোকাবিলায় রাজ্যের ১১টি দল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন । সেই সভায় বামফ্রন্টের পক্ষ থেকে , CPI(M) সহ চারটি দল উপস্থিত ছিল। বামফ্রন্টের পক্ষ থেকে মূল বক্তব্য ছিল, WHO ও ICMR এর পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করবে তা সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কার্যকর করতে হবে।

প্রচুর বাধা বিপত্তি সত্ত্বেও রাজ্যবাসী সেই মনভাবেই চলছে। দেশ জুড়ে ১৬ দিনের লক ডাউনের ফলে রাজ্যব্যাপী বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমনে উঠে এসেছে। মানুষের সমস্যা মেটানোর স্বার্থে ক্ষেত্র বিশেষে মোট ১৭ দফা প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছে বামফ্রন্ট।

ডেপুটেশনের কপি নীচে দেওয়া হলো।







শেয়ার করুন

উত্তর দিন