সুপ্রীম কোর্ট কেন্দ্রকে বলেছে যতদিন না বিবেচনা করছে স্টে থাকবে।সোমনাথ লাহিড়ীর বক্তব্য আজ আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠিছে সাংবিধানিক আলোচনায়।আর্টিক্যাল ১৯ এর আলোচনায়। গণতন্ত্রের আলোচনায়,বিরোধিতার আলোচনায়।
Tag: Sedition
১২৪এ: মোদী বনাম দেশ
মোদী সরকারের হলফনামায় চালাকি ছিল। বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করিয়েছেন যে আদালতে পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। আবার আদালতকে সরেও যেতে বলা হয়েছে পুনর্বিবেচনা প্রক্রিয়ার থেকে। অর্থাৎ প্রশাসনিক স্তরে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে এই কাজ সারার আগ্রহ দেখাচ্ছে মোদী সরকার। নাগরিক স্বাধীনতার প্রতি দায়বদ্ধতার সঙ্গে অখণ্ডতা এবং সার্বভৌমত্বের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বারবার প্রধানমন্ত্রীকে টেনে এনে বোঝানোর চেষ্টা হয়েছে সরকার নাগরিক স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল।
ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুতে পলিট ব্যুরোর বিবৃতি
জেলের মধ্যে ক্রমশ অসুস্থ হয়ে পড়া সত্বেও যারা বারে বারে মিথ্যা অভিযোগ সাজিয়ে তার জামিনের আবেদনের বিরোধিতা করেছেন তাদের এই মৃত্যুর জন্য জবাবদিহি করতেই হবে। ভীমা কোরেগাঁও মামলাসহ দেশদ্রোহিতার অভিযোগে বিভিন্ন মিথ্যা মামলায় ইউ এ পি এ’র মতো দানবীয় আইনে গ্রেফতার হওয়া প্রত্যেক রাজনৈতিক বন্দীকেই মুক্তি দিতে হবে।
সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী জানালো পলিট ব্যুরো
হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে “ বিরোধি স্বর চেপে রাখার উদ্বেগে রাষ্ট্রের তরফে সংবিধান স্বীকৃত বিরুদ্ধতার অধিকার এবং সন্ত্রাসবাদী কাজের মধ্যেকার ব্যবধানকে অস্পস্ট করে দেওয়া হচ্ছে। এম্মন কাজকে সমর্থন যোগানো হলে তা গনতন্ত্রের জন্য একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।”
পরিবেশ আন্দোলনের কর্মী দিশা রবিকে মুক্তির দাবী জানালো পলিট ব্যুরো
আন্দোলনের ভয়ে মানসিক রোগীতে পরিণত হয়েছে মোদী সরকার, অবিলম্বে এই তরুন পরিবেশ আন্দোলনের কর্মীর বিরুদ্ধে এই নিপীড়ন বন্ধ করতে হবে। দিশা রবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রজু করা মামলাগুলি প্রত্যাহার করে অবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দিতে হবে।