বামদলগুলির পক্ষে সমস্ত রাজ্য ইউনিটগুলির উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে যাতে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা এবং বাধ্যবাধকতা মেনে এবং নিজেদের রাজ্যের নির্দিষ্ট পরিস্থিতি বিচার করেই উপরোক্ত বিষয়গুলিতে একপক্ষকাল ব্যাপি যথোপযুক্ত প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করেন।
Tag: CPIM
সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সাধারণতন্ত্র এবং ভারতের মানুষকে রক্ষা করতে হবে
বিগত দু’ বছর ধরে এ দেশের মানুষ এবং আমাদের সাংবিধানিক প্রজাতন্ত্র এক ভয়াবহ সময় অতিবাহিত করছে। আজ সময় আগত যে সকল মানুষ ভারতের সাংবিধানিক প্রজাতন্ত্র, তার মানুষের জীবন, জীবিকা, জীবনযাত্রার মান রক্ষা করতে ইচ্ছুক, মানুষের অলঙ্ঘনীয় সাংবিধানিক সমানাধিকার এবং অন্যান্য অধিকারসমূহকে, ব্যাক্তিস্বাধীনতা কে রক্ষা করতে ইচ্ছুক, যারা সাংবিধানিক সকল মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, তাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গ’ড়ে তুলে ভারতের সাধারণতন্ত্র এবং ভারতীয় মানুষের উপর এই আক্রমণ কে প্রতিহত করতে হবে।
নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘনকারী তথ্যপ্রযুক্তি আইন খারিজ করতে হবে - পলিট ব্যুরোর দাবী
অ্যাপের সুরক্ষাবিধিকে দুর্বল করে দিয়ে জনগনের ব্যাক্তিগত মেসেজের তথ্যকে সরকারের পক্ষে নজরদারি চালানোর লক্ষ্যে সহজলভ্য করে দেওয়ার আইন এক ভয়ানক এবং পশ্চাদপদ মানসিকতার পরিচয় দেয়। নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করে এহেন আইন আসলে এক শক্তিশালী পুলিশি রাষ্ট্রের অভিমুখে এগোনোর পথে চলা। সিপিআই(এম)-এর পলিট ব্যুরো এমন সকল আইন অবিলম্বে খারিজ করার দাবী জানাচ্ছে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে পলিট ব্যুরোর বিবৃতি
পাঁচটি রাজ্যের নির্বাচনী ফলাফল থেকে স্পষ্ট হয়েছে বিজেপি শোচনীয় পরাজয় হয়েছে। সাম্প্রদায়িক উস্কানি প্রচার, বিপুল অর্থের ব্যবহার, সংসদীয় কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করা এবং নির্বাচনে নিজেদের যাবতীয় ক্ষমতাকে অপব্যবহার করা সত্বেও তারা জনগণের সমর্থন আদায়ে ব্যার্থ হয়েছে।
মহামারীর পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে যথাযথ দায়িত্ব পালন করতে আহ্বান বামদলগুলির
একটা গোটা বছর কেন্দ্রীয় সরকার জরুরী পরিকাঠামো না গড়ে তুলে নষ্ট করেছে, আমাদের পক্ষ থেকে জানানো কোনো মতামত ই তারা গ্রহণ করেনি। এই সময়ে সরকার নিজেই এমন নানা কর্মসূচিতে সম্মতি দিয়েছে যাতে সংক্রমন অতি দ্রুত ছড়িয়ে পড়ে।
কোভিড প্যাকেজ ও তার বিপদ
জো বাইডেনের আর্থিক প্যাকেজকে উন্নত ধনতান্ত্রিক দেশে বসবাসকারী বহু বামপন্থী সমর্থন জানিয়েছেন, তৃতীয় বিশ্ব এবং সেখানকার জনসাধারনের উপরে এই প্যাকেজ নীতির ফলে কি দুর্দশা নেমে আসতে পারে সেই নিয়ে এইসব বামপন্থীদের আরও একটু সংবেদনশীল হওয়া উচিত ছিল
অসুস্থদের জন্য অক্সিজেন এবং সকলের জন্য বিনামূল্যে প্রতিষেধকের দাবী জানালেন সীতারাম ইয়েচুরি
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশের জনগণের প্রাণ বাঁচানোর কাজে প্রয়োজনীয় অক্সিজেন এবং প্রতিষেধকের বন্দোবস্ত করতে ব্যর্থ হলে আপনার নেতৃত্বে এই সরকার ক্ষমতায় থাকার যাবতীয় নৈতিক অধিকার হারাবে। জনস্বাস্থ্য এবং মানবতার এই সংকটের মোকাবিলা করা যায় এবং সরকারকে সেই দায়িত্ব পালন করতেই হবে। ইতিপূর্বে আপনার সরকার সংশ্লিষ্ট দায়িত্ব পালনে বারে বারে ব্যর্থ হয়েছে, এখনকার পরিস্থিতিতে আরো একবার কেন্দ্রীয় সরকারকে ন্যূনতম দায়টুকু স্বীকার করে যথাযথ রূপে সক্রিয় হতে হবে।
নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি
যেহেতু পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেইসব রাজ্যে প্রচারের কাজও শুরু হয়ে গেছে তাই অত্যন্ত দ্রুততার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে জনসাধারনের মনে ভোটদানে স্বচ্ছতার বিষয়ে কোন সংশয় না থাকে। নির্বাচন কমিশনের কাজে স্বচ্ছতার সাথেই নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতার প্রশ্নটি একান্তভাবে সংযুক্ত।
প্রগতির লড়াইকে তীব্রতর করতে অনুপ্রেরণা
কমরেড এ কে গোপালন এবং কমরেড ই এম এস নাম্বুদিরিপাদের স্মৃতিতে প্রতি বছর মার্চ মাসের ১৯-২২ তারিখ আমি কেরালায় চলে আসি। প্রগতির পথে মানুষের মুক্তির লড়াইকে তীব্রতর করতে কমরেড এ কে গোপালন এবং কমরেড ই এম এস নাম্বুদিরিপাদ অন্যতম অনুপ্রেরণা। লাল সেলাম কমরেড ই এম এস, লাল সেলাম কমরেড এ কে গোপালন।