১৯ জানুয়ারী ,২০২২ বুধবার মহাবিদ্রোহ: ১৮৫৭।বিবেকানন্দের জন্মদিন: ১৮৬৩।রমণ মহর্ষির জন্মদিন: ১৮৭৯। ক্রনোলজি স্পষ্ট। বুঝতে কারুর কোনও ভুল হওয়ার কথা নয়।

১৯ জানুয়ারী ,২০২২ বুধবার মহাবিদ্রোহ: ১৮৫৭।বিবেকানন্দের জন্মদিন: ১৮৬৩।রমণ মহর্ষির জন্মদিন: ১৮৭৯। ক্রনোলজি স্পষ্ট। বুঝতে কারুর কোনও ভুল হওয়ার কথা নয়।
ভারতের নবীন শিক্ষিত সম্প্রদায়কে এ-ক্ষেত্রে সমবেত হতে হবে। চাষী আর মজরদের মধ্যে জীবনের বাণী প্রচার করা আর তাদের সত্যকারের জীবনের সন্ধান দেওয়াই নবীন শিক্ষিত সমাজের একমাত্র কাজ। চাষী আর মজুরদের বলতে হবে, তোমরা অজানা ভবিষ্যতের লাভের আশায়, বর্তমানের শ্রমলব্ধ ধন পরের পায়ে বিলিয়ে দিয়ে বসে আছ, কিন্তু জানো না তোমরা, বিয়োগের ভিতর দিয়ে লাভ কখনো হতে পারে না। লাভের জন্য যে যোগ চাই-ই চাই। তাদের বোঝাতে হবে, তাদের শ্রমের ধনে তাদের ভোগের অধিকার ষোল আনা রয়েছে, সে -অধিকার ত্যাগ করে তারা পৌরুষের পরিচয় না দিয়ে কাপুরুষতার পরিচয়ই দিচ্ছে, মনুষ্যত্ব হতে তারা বহু দূরে সরে পড়েছে। এককথায়, জীবনে খাওয়া-পরার তীব্র আকাঙ্ক্ষা যতদিন না আমাদের দেশের কৃষক ও শ্রমিকগণের প্রাণে জাগবে ততদিন আমাদের অবস্থার পরিবর্তন কিছুতেই হবে না। পরিবর্তনের প্রয়োজনের সৃষ্টি না হলে পরিবর্তন কেনই বা হবে?