৩অক্টোবর,২০২৩,মঙ্গলবার
ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-এর পলিট ব্যুরো একটি এফআইআর-এর ভিত্তিতে একাধিক সাংবাদিক, স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী, ব্যঙ্গশিল্পী, বিজ্ঞানী, সাংস্কৃতিক ইতিহাসবিদ এবং সামাজিক ভাষ্যকারদের বাড়িতে ভোরবেলায় দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযানের তীব্র নিন্দা করে। এই এফআইআর-এ দানবীয় ইউএপিএ-এর একাধিক ধারাও যুক্ত করা হয়েছে।
এটি গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের ওপর নির্লজ্জ আক্রমণ। বিগত নয় বছরে মোদি সরকার বিবিসি, নিউজলন্ড্রি, দৈনিক ভাস্কর, ভারত সমাচার, কাশ্মির ওয়ালা, দ্য ওয়্যার ইত্যাদির মতো বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানকে দমন, হয়রানি এবং ভয় দেখানোর জন্য নিজেদের তদন্তকারী সংস্থাগুলোকে নিয়োগ করেছে এবং এখন নিউজক্লিকের সাথে যুক্তদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
ক্ষমতাধারীদের চোখে চোখে রেখে সত্য কথা বলা গণমাধ্যম সংস্থা এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত বড় আকারের স্বৈরাচারী হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না।
বিবেক রক্ষাকারী মিডিয়াকে লক্ষ্য করে এই নিপীড়ন ও তাদের দমন করার এই ধরনের প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো সমস্ত ভারতীয় গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন দেশপ্রেমিকদের কাছে প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।