PB Statement

হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসার তীব্র নিন্দা জানালো পলিট ব্যুরো

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো বিবৃতি:

হরিয়ানার মেওয়াট অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা করছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো। নুহ থেকে শুরু হওয়া এই দাঙ্গা এখন গুরুগ্রামে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা সামনে আসছে, এখনো অবধি পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সাম্প্রদায়িক দাঙ্গায় সম্পূর্ণভাবে দায়ী এবং সরাসরি জড়িত রয়েছে হরিয়ানার রাজ্য সরকার। তারা কখনো অতিসক্রিয়তা দেখিয়েছে আবার কখনো নিষ্ক্রিয় হয়ে থেকেছে।

ব্রজ মণ্ডল যাত্রার অজুহাতে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী শক্তিগুলি সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত উস্কানিমূলক প্রচার চালায়। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য নাসির ও জুনায়েদের পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত কুখ্যাত দুষ্কৃতী মনু মানেসার নিজের সমর্থকদের প্রকাশ্যেই আহ্বান জানিয়েছিল।

নুহ-এর দায়িত্বশীল নাগরিকদের আবেদনে কর্ণপাত না করে, মনুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, হরিয়ানার রাজ্য সরকার অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য কোনোরকম পূর্বপরিকল্পিত পদক্ষেপ বা প্রস্তুতি ছাড়াই সেই যাত্রার অনুমতি দেয়।

আসন্ন নির্বাচনের দিকে নজর রেখে শুধুমাত্র সাম্প্রদায়িক মেরুকরণকে তীক্ষ্ণ করার উদ্দেশ্যেই এই ঘটনা সংগঠিত হয়েছে। এমন সংগঠিত অপরাধের তীব্র নিন্দা করছে পলিট ব্যুরো।


শেয়ার করুন

উত্তর দিন