Logo oF Communism

কৃষকদের সংগ্রামের প্রতি সংহতি জানালো বামেরা

তারিখঃ সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী), রেভোল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরোয়ার্ড ব্লক একযোগে নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

সারা দেশজূড়ে কৃষকদের ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের প্রতি বামেরা সংহতি এবং সমর্থন জানাচ্ছে। সংসদে চরম অগণতান্ত্রিক কায়দায় পাশ করিয়ে নেওয়া কৃষি আইনগুলি এবং বিদ্যুৎ আইন বাতিল করার দাবীতে লক্ষ লক্ষ জনতা দিল্লির বিক্ষোভে যুক্ত হয়েছেন।

শৈত্যপ্রবাহের বাধা উপেক্ষা করে, নিপীড়ন সহ্য করেই লক্ষ লক্ষ কৃষিজীবী মানুষ দিল্লিতে এসে পৌঁছেছেন। যদিও তাদের সংসদে আসতে দেওয়া হয় নি, যেমনটা তারা আগেই ঘোষণা করেছিলেন যে সংসদের সামনে এসে তারা নিজেদের দাবী জানাবেন।

সারা দেশজূড়ে বামদলগুলির প্রত্যেক শাখাকেই নিজেদের এলাকার যথাযথ পরিস্থিতির সাথে সাযুজ্যতা বজায় রেখে বিভিন্ন চেহারায় কৃষকদের দাবীর স্বপক্ষে সংহতিজ্ঞাপক কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হচ্ছে। কৃষক সংগঠন, ক্ষেতমজুরদের সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির লড়াইয়ের আহ্বানে সমর্থন জানানো কর্তব্য।

প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের দাবী মেনে নেবার জন্য বামদলগুলি দাবী জানাচ্ছে। কৃষকেরা লড়াই করছেন দেশের কৃষিব্যাবস্থা, আমাদের খাদ্য নিরাপত্তার রক্ষায়, তারা লড়াই করছেন দেশে কৃত্রিম খাদ্য সংকট এবং অত্যাবশ্যক পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি রুখে দিতে।

সীতারাম ইয়েচুরি, সাধারন সম্পাদক, সিপিআই(এম)

ডি রাজা, সাধারন সম্পাদক, সিপিআই

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারন সম্পাদক, সিপিআই(এম-এল)

দেবব্রত বিশ্বাস, সাধারন সম্পাদক, এ আই এফ বি

মনোজ ভট্টাচার্য, সাধারন সম্পাদক, আর এস পি


শেয়ার করুন

উত্তর দিন