আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী কে চিঠি সীতারাম ইয়েচুরি'র...

আগস্ট ১৪, ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন:


প্রধানমন্ত্রীর প্রতি সীতারাম ইয়েচুরির চিঠি
মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়,

আপনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আপনার পার্টির কর্মীদের প্রতি যে বার্তা দিয়েছেন তা গণমাধ্যমে প্রতিবেদন থেকে আমি জেনেছি। আপনি পুনর্বার দ্বীপপুঞ্জে অতি দ্রুত ইন্টারনেট সংযোগ ব্যবস্থার ঘোষণা করেছেন। ভারত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বহু বছর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তথ্যসূত্র যা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এ কথা বলা যায় যে সমুদ্রের নিচ দিয়ে চেন্নাই থেকে কেবল সংযোগের ব্যবস্থাপণার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও দ্বীপপুঞ্জের মানুষের জীবন যাত্রার উন্নতিকল্পে যেকোনো পদক্ষেপকেই স্বাগত।

বর্তমানে কোভিড-১৯ এর সংক্রমনের মোকাবিলায় জরুরি অবস্থার ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের জীবন রক্ষায় এবং তাদের সাহায্য কল্পে ত্রাণের ব্যবস্থা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে বিরাট দূরত্বের ব্যবধান সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত। যখন কোভিড সংক্রমণ বাড়ছে এবং একই সাথে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে তখন এই ঘটনা অত্যন্ত আতঙ্কজনক যে গোটা দ্বীপপুঞ্জে কেবলমাত্র একটিই কোভিড হাসপাতাল আছে যা পোর্ট ব্লেয়ারে অবস্থিত।এই হাসপাতালের সংক্রমণ পরীক্ষার রিপোর্ট আস্তে আট দিন সময় ব্যয় হচ্ছে যে সময়ের মধ্যে সংশ্লিষ্ট আক্রান্তের গুরুতর শ্বাসকষ্টযুক্ত সঙ্কটজনক অবস্থা তৈরি হতে পারে। ইতিমধ্যেই ঐ হাসপাতালের ১৮ জন চিকিৎসক করোনায় সংক্রামিত হয়েছেন।

আন্দামানের উত্তরাংশ, যেখানে এই দ্বীপপুঞ্জের বেশিরভাগ মানুষ বসবাস করে সেই এলাকা পোর্ট ব্লেয়ার থেকে বহু দূরে হওয়ায় সেখান থেকে এই কোভিড হাসপাতালে এসে পৌঁছতে রোগীদের বিস্তর সময় ব্যয় হচ্ছে। এই অবস্থায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরো বেশি করোনা সংক্রমনের পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে, সংক্রমনের পরীক্ষার ফলাফল পেতে সময় কমিয়ে আনতে সেখানে যথাযথ প্রযুক্তিগত ব্যবস্থাপনা করতে হবে, যুদ্ধকালীন তৎপরতায় দ্বীপপুঞ্জের একাধিক জায়গায় মানুষের সুবিধার্থে কোভিড হাসপাতাল গড়ে তুলতে হবে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল কেন্দ্রশাসিত অঞ্চল যা সরাসরি গৃহ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। এখানে কোন নির্বাচিত সংস্থা নেই। সুতরাং এখানকার জনগণের পক্ষে প্রশাসনের সমীপে সাহায্যের প্রার্থনা করা ছাড়া অন্য কোন উপায় নেই।

যেহেতু দ্বীপপুঞ্জের প্রশাসনিক দায়িত্ব সরাসরি আপনার সরকারের অধীন, আমি আপনার কাছে আবেদন রাখছি যাতে অতি দ্রুত এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে ওপরে উল্লিখিত বিষয়গুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার যুদ্ধকালীন তৎপরতায় পরিচয় দেয়।
ধন্যবাদ সহ,
আপনার জ্ঞাতার্থে
সীতারাম ইয়েচুরি



শেয়ার করুন

উত্তর দিন