করোনা প্রতিরোধে প্রথম উদ্যোগী হলো শিলিগুড়ি পৌরসভা

সারা বিশ্বের সঙ্গে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনে।করোনা ভাইরাস রোগ সম্পর্কে সচেতন করতে পথে নামলেন শিলিগুড়ির মেয়র। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ও বিজ্ঞান ভিত্তিক জঞ্জাল সরাতে এর আগেও পথে নেমে ছিলেন বাম দলের মেয়র অশোক ভট্টাচার্য। বর্তমানে পথে নেমেছেন করোনা ভাইরাস ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে। মানুষের মনের আতঙ্ক কমাতে পারলে আর সচেতনতা বাড়ালে এই রোগকে খুব তাড়াতাড়ি মোকাবিলা করা যাবে।



এই সময় তিনটে বিষয়ে মানুষকে সচেতন করা খুবই জরুরি। প্রথমত স্বাস্থ্য দপ্তরের করোনা সম্পর্কিত বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য দপ্তরের প্রতিটি নির্দেশিকা পালন করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু রোগ সম্পর্কেও সচেতন থাকুন। কোথাও কোন রকম জল জমতে দেবেন না। খেয়াল রাখতে হবে যেন বাড়ির ভেতরে মশার লার্ভা জন্মাতে না পারে। এদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করে একথা বলেছেন মেয়র অশোক ভট্টাচার্য।



পাশাপাশি বিজ্ঞান সম্মত পদ্ধতিতে বাড়ির জঞ্জাল পৃথক পাত্রে সংগ্রহ করুন। যাতে জৈব এবং অজৈব জঞ্জাল পৃথকীকরণে সুবিধে হয়। ইতিমধ্যেই শিলিগুড়ি শহরজুড়ে প্রতিটি বাড়িতে জঞ্জাল অপসারণের জন্য একটি সবুজ ও একটি নীল রঙের পাত্র দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিলিগুড়ির মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য।


শেয়ার করুন

উত্তর দিন