কেন্দ্রেই শুন্য পদ ৭ লক্ষ

৩১ জানুয়ারি, ২০২০

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বেকার যুবদের আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে কথা দিয়েছিলেন, ক্ষমতায় এসে বছরে ২কোটি বেকারের চাকরি দেবেন। কিন্তু বাস্তব চিত্রটা অন্য রকম তার সরকারের আমলে সরকারের ৭ লক্ষ শুন্য পদ এখনো পূরণ হয়নি। এই তথ্য পাওয়া গেছে খোদ প্রধানমন্ত্রী'র দপ্তর থেকেই।
দেশের প্রতিটি সভায় গিয়ে মোদি ঝড় তুলেছিল ঘরে ঘরে চাকরি হবে। ক্ষমতায় আসার আগে ২০১২ সালে ১মার্চ তার দপ্তর সংসদে লিখিত প্রশ্নের জবাবে জানাচ্ছে, কেন্দ্রের বিভিন্ন দপ্তরে মোট শুন্য পদের সংখ্যা হলো ৬ লক্ষ ১৩।
সরকারের জমানায় গত বছর মার্চে তার দপ্তর সংসদে লিখিত প্রশ্নের জবাবে জানাচ্ছে , ২০১৮ সালের ১মার্চ পর্যন্ত কেন্দ্রের শুন্য পদের সংখ্যা হলো ৬ লক্ষ ৮৩ হাজার ৮২৩জন। কেন্দ্রের মোট ৭৩টি দপ্তর ধরে শূন্যপদের এই হিসেব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং প্রশ্নের লিখিত জবাবে জানাচ্ছেন কেন্দ্রের রেল সহ ৭৩টি দপ্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা হলো ৩৮লক্ষ ২হাজার ৭৭৯টি। তাতে বর্তমানে কর্মীসংখ্যা ৩১লক্ষ ২৮হাজার ৯৫৬ ফলে শুন্য পদের সংখ্যা হলো ৬লক্ষ ৮৩হাজার ৮২৩।
শেয়ার করুন

উত্তর দিন