বিপ্লবী বাঘা যতীন ও আজ -কৃষ্ণায়ন ঘোষ

বিপ্লবী কারা?

যারা ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছিল, যারা হিটলার- মুসোলিনির পতনে ভূমিকা নিয়েছিল, নাকি যারা আজকাল মাঠে ময়দানে, রাজপথে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য ইনসাফ চেয়ে বেড়ায়, তারা?

সহজ উত্তর হল স্বৈরাচারী শাসকের দম্ভ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন যারা, তারাই বিপ্লবী।

ঠিক যেমন ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ওরফে বাঘা যতীন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের চোখে চোখ রেখে লড়াই করে যেমন শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তেমনই রাইফেলধারী ব্রিটিশ সেনা- পুলিশের সাথে মুখোমুখি যুদ্ধে একটি মাউসার নিয়ে লড়াই করে প্রমান করেছিলেন স্বাধীনতা আদায়ের পথে যেকোনো বাধা অতিক্রম করাই সব চেয়ে বড় কাজ।

১৮৭৯ সালে আজকের দিনেই অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলায় জন্মেছিলেন এই মহান স্বাধীনতা সংগ্রামী। মাত্র ৫ বছর বয়সে পিতৃবিয়োগ এবং পরবর্তীতে মাতৃগৃহে বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকেই দৈহিক শক্তির জন্য পরিচিত ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনের চেয়ে বিপ্লবী চেতনাই পরিচয় হয়ে ওঠে তাঁর। সরকারী চাকরি করতেন, তার সাথেই গোপনে চলত বিপ্লবী কার্যকলাপ।

বিপ্লবী কর্মকান্ডের মধ্যে দিয়ে ১৯০৬ সালে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে এম এন রায়ের সান্নিধ্যে আসেন তিনি। ১৯১০ সালে অনুশীলন সমতির সদস্য বিপ্লবী বীরেন দত্তগুপ্তের হাতে পুলিশ আধিকারিক শামসুল আলম নিহত হলে, সেই হত্যায় জড়িত থাকার অপরাধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও নরেন্দ্রনাথ ভট্টাচার্য এক বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন। এই ঘটনাই ‘হাওড়া ষড়যন্ত্র মামলা’ নামে পরিচিত। সাজাপ্রাপ্ত হওয়ায় সরকারী চাকরি চলে যায় তাঁর।

এই সময়ে ভারত তথা বাংলার বিভিন্ন প্রান্তে বৈপ্লবিক কার্যকলাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। ‘অনুশীলন সমিতি’ পুনরায় অরবিন্দ ঘোষের নেতৃত্বে শুরু করার প্রস্তাব নিয়ে তাঁর কাছে যাওয়া হলে অরবিন্দ ঘোষ রাজনীতিতে প্রত্যাবর্তন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

bagha jatin

এই অবস্থায় প্রয়োজন ছিল একটি বিপ্লবী সংগঠনের ও সুদৃঢ় নেতৃত্বের। তাই নতুন উদ্যমে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও এম এন রায় সংগঠন তৈরির কাজ শুরু করেন। ১৯১৩ সালে, এপ্রিল মাসে কোলকাতার ময়দান মাঠে ডাঃ যাদুগোপাল মুখোপাধ্যায়, অশ্বিনী রায়, ভোলানাথ চট্টোপাধ্যায় ও আরও কিছু অনুশীলন সমিতির সদস্য দের নিয়ে এম এন রায় গোপনে বৈঠক করেন। সেখানে এম এন রায় জানান যে নেতৃত্ব প্রস্তুত, এবার সংগঠন মজবুত করার পালা। এক্ষেত্রে যতীন্দ্রনাথের নির্দেশ ছিল কেউ যেন তাঁর নাম জানতে না পারেন, সেক্ষেত্রে তিনি এম এন রায় কেই বার্তাবাহকের কাজে চেয়েছিলেন। কিন্তু নেতৃত্ব সম্পর্কে অন্ধকারে থেকে বাকিরা বৈপ্লবিক কাজ করতে চান নি । এর ফলে বিপ্লবীদের একত্রিত করার কাজ কিছুটা হলেও পিছিয়ে যায়।

তিনি মনে করতেন সকল বিপ্লবী সংগঠন একত্রিত হয়ে কাজ করলে স্বাধীনতা সংগ্রামের কাজ ব্যাহত হতে পারে এবং বিপ্লবীদের ধরা পড়ে যাওয়ার সম্ভবনা বেড়ে যায়। তাই তিনি নিয়ম করেছিলেন যে সকল বিপ্লবী সংগঠন আলাদা ভাবে কাজ করবে। কিন্তু সংগঠনের নেতৃত্ব একে অপরের সাথে যোগাযোগ রেখে চলবেন। শর্ত ছিল, কোনও নেতৃত্ব অন্য সংগঠনের কর্মীদের নাম জানতে চাইবেন না।

সশস্ত্র আন্দোলন অবশ্যম্ভাবী বুঝতে পারেন তিনি। অন্তরালে থেকে নতুন সংগঠন তৈরি করা সম্ভব নয় তাও আর অজানা ছিল না তাঁর কাছে। গোপনে সকল বিপ্লবী সংগঠনকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে যতীন্দ্রনাথ বিপ্লবীদের নেতা নির্বাচিত হন। দলের গোপনিয়তা বজায় রাখতে দলের কোন নামই দেন নি উনি। তবে ‘যুগান্তর’ নামের একটি পত্রিকা প্রকাশ শুরু হয়। যা থেকে পরবর্তীতে দলের নাম হয় ‘যুগান্তর পার্টি’।

এই সময় জার্মানি ও ইংল্যান্ডের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকলে ভারতের বিপ্লবীরা ব্রিটিশ সরকারের উপর আক্রমণ শানানোর সুযোগ পেয়ে যান। জার্মানি থেকে অস্ত্র ও অর্থের বন্দোবস্ত করতে যতীন্দ্রনাথ দায়িত্ব দেন এম এন রায়কে। সেই মত এম এন রায় ক্রমাগত কথাবার্তা চালাচ্ছিলেন জার্মান কনস্যুলেট এর সাথে। অবশেষে সেই আলাপ আলোচনার নিষ্পত্তি হয় এবং জার্মানি অস্ত্র পাঠাতে রাজি হয়ে যায়। সেই মত প্রস্তুতি শুরু হয়। ঠিক হয়, অস্ত্র বোঝাই জাহাজ ভারতে পৌঁছানোর আগেই ব্রিটিশ সেনার অন্তর্ভুক্ত ভারতীদের, বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা হবে এবং তাদের সাথে নিয়ে সম্মুখ সমরে ব্রিটিশ বাহিনীকে হারানো সম্ভব হবে। যেহেতু জার্মানির আক্রমণ সামলাতে বড় সংখ্যক সেনা ইংল্যান্ডে ফেরৎ চলে যাবে তাই স্বল্প সংখ্যক ব্রিটিশ সেনাকে যুদ্ধে হারানো সমস্যা হবে না। রেলপথ বিচ্ছিন্ন করা হবে জায়গায় জায়গায়। এছাড়াও অন্যন্য যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। জনগণের সমর্থন পাওয়া যাবে সহজেই। এই পরিকল্পনায় যতীন্দ্রনাথ বন্দোপাধ্যায়েরও (নিরালম্ব স্বামী) সম্মতি পেয়ে যান বাঘা যতীন। ভারতীয় সেনার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলতে থাকে। আরও একবার ভারতে সশস্ত্র সংগ্রামের পরিস্থিতি তৈরি হতে দেখা যায়।

ইতিমধ্যে বিপ্লবী আন্দোলনে গতি আনার জন্য এবং পুলিশের হাত থেকে পালানোর পথ সহজ করার জন্য ঠিক হয় ‘রডা কোম্পানির’ বন্দুক ও গুলি লুঠ করা হবে। সেই মত পঞ্চাশটি মাউসার বন্দুক ও ছেচল্লিশ হাজার রাউন্ড গুলি লুঠ করা হয় রডা কোম্পানিরই এক বাঙালি কর্মচারী শ্রীশ মিত্রের সাহায্যে। এই বন্দুকগুলি পরবর্তীকালে বিপ্লবের জন্য অর্থ সংগ্রহে চুয়ান্নটি ডাকাতিতে ব্যবহার করা হয়। গার্ডেনরিচ এর ডাকাতি এর মধ্যে অন্যতম। এছাড়া আত্মগোপনে থাকা যতীন্দ্রনাথের জন্য নিযুক্ত দেহরক্ষীদের কাছেও এই বন্দুক থাকতো।

এর মধ্যে এক বাঙালি পুলিশ অফিসার তাঁদের গোপন ডেরার হদিস পেয়ে গেলে কোলকাতায় আত্মগোপন যথেষ্ট সমস্যায় পরিণত হয়। অবশেষে কোলকাতা ছেড়ে যতীন্দ্রনাথ বালেশ্বর থেকে কুড়ি মাইল দূরে ‘মোহনদিয়া’ গ্রামে গা ঢাকা দেন। এর মাঝে খবর এসে যায় আমেরিকায় বসবাসকারী জার্মানদের সাহায্যে দুটি জাহাজ, অস্ত্রশস্ত্র বোঝাই করে রওনা দিয়েছে। জার্মান কনস্যুলেটের মাধ্যমে খবর আসে ব্যাটাভিয়াতে একটি জার্মান প্রতিনিধি দল ইতিমধ্যেই উপস্থিত হয়েছে যারা সরাসরি বাংলার বিপ্লবীদের সাথে কথা বলতে ছাইছে। যতীন্দ্রনাথ, এম এন রায়কে দায়িত্ব দেন সেখানে গিয়ে প্রতিনিধিত্ব করার। ঠিক হয় তিনি ‘হ্যারী এন্ড সন্স’ নামক কোম্পানির প্রতিনিধি সেজে সি মার্টিন (C. Martin) ছদ্মনাম নিয়ে ব্যাটাভিয়া যাবেন। পরিকল্পনা মত এম এন রায় ব্যাটাভিয়া যান এবং সেখানে থেওডর হেলফেরিখ নামক জার্মান ব্যবসায়ীর সাহায্যে এক জাহাজ ভর্তি গুলি গোলা বন্দুক ভারতে আনার ব্যাপারটি পাকা করে ফেলেন। ব্যাটাভিয়ার সাথে বাংলার বিপ্লবীরা যোগাযোগ রেখে চলছিলেন হ্যারী এন্ড সন্স কোম্পানির মারফৎ। তারা প্রাথমিক ভাবে করাচী বন্দরে অস্ত্র পাঠানোর ইচ্ছা প্রকাশ করলেও যতীন্দ্রনাথ সেই পরিকল্পনা পরিবর্তন করে বাংলার দিকে জাহাজের মুখ ঘোরানোর নির্দেশ দেন। জার্মান কনসাল জেনারেলের মাধ্যমে সেই পরিকল্পনাতেই সীলমোহর পড়ে।

যে জাহাজটি বাংলার উদ্দেশ্যে আসছিলো তার নাম ছিল ম্যাভেরিক (S.S. Maverick) । জাহাজে ছিল ত্রিশ হাজার রাইফেল, রাইফেল পিছু চারশো রাউন্ড গুলি এবং নগদ দু লক্ষ টাকা। কোলকাতায় যতীন্দ্রনাথের উপস্থিতি এক প্রকারে অসম্ভব মনে করেই অতুলকৃষ্ণ ঘোষ, ডাঃ যাদুগোপাল মুখোপাধ্যায়, ভোলানাথ চট্টোপাধ্যায়, হরিকুমার চক্রবর্তী ও আরও কিছু বিপ্লবীদের সাথে এম এন রায় বৈঠক করেন। বৈঠকে ঠিক হয় মোট ৩ ভাগে অস্ত্র আনা হবে বাংলায়। অধুনা বাংলাদেশের অন্তর্গত হাতিয়াতে দায়িত্বে থাকবে বরিশালের একটি দল। কোলকাতার দায়িত্বে থাকবেন এম এন রায় এবং বিপিন গাঙ্গুলী। আর বালেশ্বর এর দায়িত্বে থাকবেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজে। এছাড়াও ঠিক হয় যোগাযোগ ব্যবস্থা কে পঙ্গু করতে বিভিন্ন ব্রিজ, রেল ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, সড়ক পথ ভেঙ্গে দেওয়া হবে এবং তার ব্যবস্থা বিচ্ছিন্ন করতে হবে। যাতে বাংলার বাইরে থেকে ব্রিটিশ সৈন্য প্রবেশ করতে না পারে। বালেশ্বর থেকে মাদ্রাজ অবধি ট্রেন আটকানোর দায়িত্ব নেন তিনি নিজেই।

অন্যদিকে ম্যাভেরিক জাহাজে অপর যে জাহাজটি থেকে অস্ত্রশস্ত্র তোলার কথা ছিল সেই জাহাজটি সময়মত এসে না পৌঁছানোয় অতিরিক্ত বিলম্ব হয় এবং ম্যাভেরিক জাহাজটি এদিক ওদিক সেই জাহাজের খোঁজ করতে থাকে। খোঁজাখুঁজি করতে গিয়ে ম্যাভেরিক যখন জনস্টন দ্বীপে পৌঁছায়, তখন জানতে পারা যায় যে সমগ্র পরিকল্পনাটি কোনোভাবে ফাঁস হয়ে গেছে এবং সেখানকার একটি স্থানীয় বুলেটিনে ফলাও করে তা ছেপে বেরিয়েছে। ফলে সমগ্র পরিকল্পনাটি পরিত্যক্ত হয়। এর পর আরও কয়েকবার অস্ত্র আনার পরিকল্পনা করা হলেও সেগুলি নানাবিধ কারণে সফল করা যায় নি।

এই সময় কোলকাতা থেকে বিপ্লবীরা বালেশ্বরে যতীন্দ্রনাথের সাথে যোগাযোগ রাখতেন কোলকাতার ‘হ্যারী অ্যান্ড সন্স’ কোম্পানি ও বালেশ্বরের ‘ইউনিভারসাল এম্পোরিয়াম’ নামক একটি সাইকেলের দোকানের মধ্যে টেলিগ্রাম আদান প্রদানের মাধ্যমে। এই বিষয়টি কোনও ভাবে ব্রিটিশ পুলিশের নজরে চলে আসে এবং তারা তদন্ত শুরু করে। খবর যায় বালেশ্বরের ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি পুলিশ নিয়ে গিয়ে বিপ্লবীদের ঘেরাও করতে গেলে বিপ্লবীরা পালানোর চেষ্টা করেন। প্রাথমিক ভাবে সফল হলেও কাঁটাগাছে ভরা জমি কাদায় ভরা ধানক্ষেত ধরে বেশিদূর এগোনো সম্ভব হয় নি যতীন্দ্রনাথ ও তাঁর আরও চার সহযোদ্ধার। অবশেষে ৯ সেপ্টেম্বর পুলিশ তাঁদের ঘিরে ফেলে ও শুরু হয় ৭৫ মিনিটি ব্যাপী এক অসম লড়াই। সংঘর্ষে শহীদের মৃত্যুবরণ করেন বিপ্লবী মনোরঞ্জন সেনগুপ্ত ও বিপ্লবী নীরেন দাশগুপ্ত। চিত্তপ্রিয় রায়চৌধুরী আহত হন। গুরুতর জখম হন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও যতীশ পাল। যতীন্দ্রনাথের পেটে ও বগলে গুলি লাগে। তবে বিপ্লবীদের গুলির ভাণ্ডার শেষ না হওয়া পর্যন্ত ব্রিটিশ পুলিশ তাঁদের কোন ভাবে ধরতে পারে নি। তাঁকে বারাবটির সরকারী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি নিজের হাতে ব্যান্ডেজ ছিঁড়ে ফেলেন ও শহীদ হন।

যতীন্দ্রনাথের হাল না ছাড়া মনোভাব ব্রিটিশ পুলিশ কমিশনার চার্লস টেগার্টকেও মাথার টুপি খুলে স্যালুট জানাতে বাধ্য করেছিল। তাঁর মৃত্যুর পর টেগার্টের উক্তি ছিল – “আই হ্যাভ হাই রিগার্ড ফর হিম। আই হ্যাভ মেট দ্য ব্রেভেস্ট ইন্ডিয়ান, বাট আই হ্যাড টু পারফর্ম মাই ডিউটি।”

মাত্র ৩৫ বছরে বীরের মৃত্যুবরণে সারা বাংলার তরুণ-যুবদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। তা ষোল বছরের কাজী নজরুল ইসলামকেও প্রভাবিত করেছিলেন ভীষণভাবে। নজরুল লেখেন ‘নব-ভারতের হলদিঘাট’ কবিতা। যতীন্দ্রনাথের উদ্দেশ্যে লেখেন-

আজ বাঘা যতীনরা আর নেই, কিন্তু তাঁদের চেতনা, স্বাধীনতার জন্য লড়াইয়ের জেদ উত্তরাধিকারে দিয়ে গেছেন সহস্র তরুণের মনে। ব্রিটিশরা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তাদের সাথে গেছে ঔপনিবেশিকতা। সেই স্থানের দখল নিয়েছে দেশের ভিতরে গজিয়ে ওঠা সাম্প্রদায়িক অশুভ শক্তি; যারা প্রতি নিয়ত মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার খর্ব করে চলেছে। তাঁর সংগ্রামী চেতনা বুকে নিয়ে হাজার তরুণ-তরুণী তাই আজ আবার রাস্তায়। বিপ্লবের মোড়ক পাল্টেছে, কিন্তু রাস্তা হারায় নি। সাম্প্রদায়িক শক্তিকে হারিয়ে ইনসাফ আদায় হবেই।


শেয়ার করুন

উত্তর দিন