পাঠক্রম নিয়ে সিবিএসই-এর সিদ্ধান্ত বাতিল করতে হবে- পলিট ব্যুরোর বিবৃতি

১১জুলাই,শনিবার,২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে।


সিপিআই (এম) এর পলিট ব্যুরো নাগরিকত্ব, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহ অন্যান্য সমস্ত বিষয় যা আমাদের সাংবিধানিক নির্দেশের মৌলিক অংশ সেই গুরুত্বপূর্ণ বিষযগুলো সংক্রান্ত অধ্যায়গুলো দশম-দ্বাদশ শ্রেণীর পাঠক্রম থেকে বাদ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) সিদ্ধান্তকে কঠোরভাবে বিরোধিতা করেছে।শিক্ষার্থীদের সিলেবাস কমানোর নামে বর্তমান মহামারি ও লকডাউন বিধিনিষেধের অজুহাত ব্যবহার করে সিবিএসই একতরফাভাবে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সিপিআই (এম) পলিট ব্যুরো এমন পক্ষপাতপাতমূলক পাঠক্রম বর্জনকে অস্বীকার করে যা সাংবিধানিক মূল্যবোধকে ক্ষুন্ন করে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের ভবিষ্যতকে প্রভাবিত করে। এটা সন্দেহজনক কারণ সিবিএসই এই অধ্যায়গুলি বাদ দেওয়ার জন্য কোনও যুক্তিগ্রাহ্য ব্যাক্ষা দিতে পারেনি ।

সিপিআই (এম) পলিট ব্যুরো দাবি করেছে যে সিবিএসইয়ের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।আমাদের সংবিধানের মৌলিক নীতিগুলিকে নষ্ট করার যে কোনও প্রচেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।


শেয়ার করুন

উত্তর দিন