PB Statement

সংসদের কন্ঠরোধ বন্ধ করতে হবে - পলিট ব্যুরো বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:

সিপিআই(এম)-এর দু'জন সাংসদ সহ লোকসভার ৪ জন বিরোধী সাংসদ এবং রাজ্যসভার ২০ জন বিরোধী সাংসদকে পরপর দিনগুলিতে সাসপেন্ড করা সংসদের গণতান্ত্রিক কার্যক্রমের ওপর একটি গুরুতর আঘাত।এটা সাংসদদের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের ওপরও আঘাত।

মোদি সরকারই বিধিবদ্ধ ভাবে বিরোধীদের দ্বারা উত্থাপিত কোনও প্রস্তাব গ্রহণ করতে একগুঁয়েভাবে অস্বীকার করে চলেছে, জনগণ যে জ্বলন্ত সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে, যা তাদের জীবন ধ্বংস করছে যেমন মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইত্যাদি প্রসঙ্গে কোন আলোচনা সংসদে করার কোন অবকাশ নেই। তারা সংসদে সব বিষয় নিয়ে আলোচনা করতে চান বলে প্রকাশ্যে দাবি করলেও তারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের আলোচনায় বাধা দিচ্ছেন।জনগণের উদ্বেগ এবং জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনার সর্বোচ্চ ফোরাম হিসাবে সংসদকে ধ্বংস করার জন্য মোদি সরকার এককভাবে দায়ী। মোদি সরকার পরিকল্পিতভাবে সংসদের অবমূল্যায়ন করছে এবং বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করছে। জনমতকে একত্রিত করে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করে এর প্রতিরোধ করতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন