রেড বুক ডে - ২১ ফেব্রুয়ারি

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৮৪৮ সালে ঐ দিনই কার্ল মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলস রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো (ইশতেহার)'র প্রথম প্রকাশিত হয়।

বাংলা ভাষার দাবিতে আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারেও অমর একুশে পালন করার সাথেই পালিত হবে রেড বুক ডে।

সারা পৃথিবী জূড়ে দক্ষিনপন্থার তৎপরতা যখন মানুষের চেতনায় আঘাত হানছে -  ভুলিয়ে দিতে চাইছে সংগ্রামের ইতিহাস তখন তার বিপ্রতীপে জীবনের জয়গান গাইতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রকাশ্যে কমিউনিস্ট ম্যানিফেস্টো পাঠ করার। ভারতে নানা জায়গায় এই কর্মসূচি পালিত হবে। মস্কো, ডাবলিন, জোহানেসবার্গ, লাহোরেও পাঠ হবে। এই উদ্যোগে সবাইকে যুক্ত হবার আহবান জানানো হয়েছে।

Ganashkati




শেয়ার করুন

উত্তর দিন