ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
ফরাসি মিডিয়া পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে যে ৩৬টি রাফাল জেট কেনার চুক্তিতে একজন "মধ্যস্থতাকারীকে" দশ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছিল এবং এই উন্মোচন আবার রাফাল চুক্তিতে আর্থিক সুবিধা এবং অন্যান্য অবৈধ অর্থ প্রদানের বিষয়টি সামনে এনেছে।প্রতিবেদনটি দাসো সংস্থার ২০১৭ সালের অ্যাকাউন্টগুলির বিশ্লেষণের ভিত্তিতে তৈরি হয়েছে।
রাফাল চুক্তির তদন্তের নির্দেশ দেওয়ায় মোদি সরকার যে অস্বীকার করেছে তাতে সন্দেহ জাগে যে এই বিষয়ে কিছু লুকানোর আছে।সিএজি অডিট রিপোর্টে স্পষ্টতই বোঝা যায় যে তারা অবৈধ লেনদেনের বিষয়টি তদন্ত করতে পারেনি।
সিপিআই (এম) ৩৬টি বিমান কেনার পূর্ববর্তী নির্দেশ বাতিল করে উচ্চতর মূল্যে বিমানগুলো কেনার নির্দেশ দেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানায়।