PB Statement

মায়ানমারের নির্যাতিত মানুষদের রিফিউজি হিসাবে চিহ্নিত করার দাবী জানালো পলিট ব্যুরো

মায়ানমারের মানুষদের রিফিউজির মর্যাদা দিতে হবে

তারিখঃ ১৩ মার্চ, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

মায়ানমার থেকে যারা আমাদের দেশে চলে আসছেন তাদের সম্পর্কে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পলিট ব্যুরো এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে মনস্থ করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে উল্লেখ করা হয়েছে যাতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি আগত মানুষদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করে এবং অবিলম্বে তাদেরকে আটক করে ফেরত পাঠানোর কাজ শুরু করা হয়।

মায়ানমারে আন সাঙ্গ সু কি’র নির্বাচিত সরকারকে হঠিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে সেই দেশের সেনাবাহিনী, তাদের হাতে নির্যাতনের শিকার হয়ে যারা প্রান বাঁচাতে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন তাদের সাথে এমন ব্যবহার অমানবিক এবং অগণতান্ত্রিক।

সেনাবাহিনীর ক্ষমতাদখলের বিরুদ্ধে মায়ানমারের জনগন অত্যন্ত সাহসের সাথে লড়াই করছেন, সেই আন্দোলনে প্রতিবেশী রাষ্ট্রের প্রতিবাদী জনতার প্রতি ভারতীয়দের যথেষ্ট সহমর্মিতা রয়েছে।

ভারত সরকারের সিদ্ধান্তে দেশের জনগণের সেই সহমর্মিতার অনুভব থাকা উচিত, দুইদেশের মাঝের সীমানা পেরিয়ে আসছেন বলেই কাউকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া চলে না। নির্যাতনের শিকার হয়ে যারা আসছেন তাদের রিফিউজি হিসাবে যথাযোগ্য মর্যাদা এবং মানবিক সহায়তা দেওয়াই কর্তব্য।


শেয়ার করুন

উত্তর দিন