গাজায় ক্রমবর্ধমান যুদ্ধ ও ধ্বংসলীলার প্রতিবাদ করুন

২৩ অক্টোবর,২০২৩

সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও) ইস্রায়েল কর্তৃক প্যালেস্তাইনের গাজা ভূখন্ডে আক্রমণ বাড়ানোর তীব্র  নিন্দা করছে। ইতিমধ্যে সাড়ে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইস্রায়েলি বোমা হামলায় প্রতি ১৫ মিনিটে একজন শিশু সেখানে নিহত হচ্ছে। অনেক হাসপাতাল, স্কুল এমনকি রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী কেন্দ্রগুলিও  ইস্রায়েলি হামলার শিকার হয়েছে। ইস্রায়েল কর্তৃক পরিচালিত গণহত্যাকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলি।

ইস্রায়েল নির্লজ্জভাবে যুদ্ধাপরাধ করে চলেছে এবং রাষ্ট্রসঙ্ঘের অসংখ্য প্রস্তাব(রেজোল্যুশান) লঙ্ঘন করছে। এমনকি গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য প্রয়োজনীয় পরিমাণ ত্রাণসামগ্রী পাঠাতে দিতেও তারা রাজি নয়। ওষুধ, জ্বালানি, খাবার ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। কলেরা, চিকেন পক্স, খোসপাঁচড়ার মতো বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইস্রায়েল গাজায় একটি স্থল আক্রমণ শুরু করতে চলেছে, গাজার মধ্যে একটি 'বাফার জোন' তৈরি করতে চলেছে এবং/অথবা আবারও গাজা উপত্যকা দখল করতে চলেছে। এই পদক্ষেপগুলির ফলে আরো মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং তা যুদ্ধকে আরও ব্যাপক বিস্তারের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে ইস্রায়েল সিরিয়ার বিমানবন্দরগুলিতে এবং লেবাননের কয়েকটি শহরে বোমা আক্রমণ চালিয়েছে। এই কাজগুলি বিশ্ব শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে  এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য সমস্ত প্রচেষ্টাকে বিপন্ন করে।

এআইপিএসও অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজার যুদ্ধ বন্ধের জন্য বিক্ষোভকারী দুনিয়াজোড়া লক্ষাধিক কণ্ঠের সাথে সোচ্চারে গলা মেলায়। একটি স্থায়ী সমাধান তখনই পাওয়া যেতে পারে যখন ইস্রায়েল প্যালেস্তাইনের বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব মেনে চলতে বাধ্য হবে, ১৯৬৭ সালের পূর্বের সীমানা সহ প্যালেস্তাইনের রাষ্ট্রীয় সত্ত্বা মেনে নেবে এবং পূর্ব জেরুজালেমকে সেই দেশের রাজধানী হিসাবে স্বীকার করবে।প্যালেস্তাইনের প্রতি জনগণের সমর্থন ও উদ্বেগ প্রকাশ করে বিশ্বজুড়ে ইস্রায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ চলছে।এআইপিএসও তার সমস্ত ইউনিটগুলিকে প্যালেস্তাইনের গাজা ভূখন্ডে ক্রমবর্ধমান যুদ্ধের প্রতিবাদে এবং অবিলম্বে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আবেদন জানিয়ে আবার ১ নভেম্বর পথে নামার আহ্বান জানিয়েছে ।

এআইপিএসও সম্পাদকমন্ডলী

নতুন দিল্লী


শেয়ার করুন

উত্তর দিন