cpim logo

বাবরি মসজিদ সম্পর্কিত রায়ের পরিপ্রেক্ষিতে পলিটব্যুরো'র প্রেস বিবৃতি.....

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার
ওয়েবডেস্কের প্রতিবেদন :


বিচার ব্যবস্থার হাস্যকর অনুকরণঃ
★বিশেষ সিবিআই কোর্ট লখনৌতে, তাদের রায়ে বাবরি মসজিদ ধংস কান্ডে ৩২ জন দোষীকে বেকসুর খালাস করে দিল।

★২৮বছর পর যা রায় শোনালো তা সঠিক বিচার হোলোনা।

★বিজেপি-রাষ্ট্র সংঘ-বিশ্ব হিন্দু পরিষদ এর উচ্চতম নেতৃত্বের ঐ ধ্বংসের স্থানে উপস্থিত থেকে ঐরকম অপরাধজনক এক উস্কানিমূলক ভুমিকা থাকা সত্ত্বেও এদেরকে মসজিদ ভাঙার চিহ্নিত ষড়যন্ত্রকারী হিসাবে নির্দোষ আখ্যা দিয়ে বেকসুর খালাস করা হোলো।

★ গত বছর ৮ই নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার বিচারে জানান যে এই ধ্বংস এক জঘণ্য আইন অমান্যকারী ঘটনা। এখন, লখনৌ কোর্ট এই দোষীদেরকেই নির্দোষ বলে অবিহিত করলেন।

★এই রায় ভারতের সংবিধান নির্দেশিত ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক ভাবমূর্তিকে কলঙ্কিত করবে। তাই সিবিআই এর উচিৎ, অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার।




শেয়ার করুন

উত্তর দিন