সংযুক্ত কিষাণ মোর্চার সাম্প্রতিক প্রেস বিবৃতি

বার্তা গ্রহণ করলেও আন্দোলনের দাবী নিয়ে সুপ্রিম কোর্টের মধ্যস্থতা অস্বীকার করলেন আন্দোলনরত কৃষকেরা, আইন বাতিল করাই সমস্যা সমাধানের একমাত্র পথ বলে ঘোষণা

নয়া দিল্লী, ১১ই জানুয়ারি, ২০২১

নয়া কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে থেকে আন্দোলনরত সমস্ত কৃষক সংগঠন ঐক্যমতে সিদ্ধান্ত নিয়েছেন অবিলম্বে কৃষি আইন বাতিল করা ছাড়া সমাধানের অন্য কোন পথ নেই।

সমস্যার প্রতি মনোযোগ সহ সংবেদনশীল মনোভাব নেবার জন্য সবকটি সংগঠনের পক্ষ থেকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আলোচনার শুরুতেই সম্মান প্রদর্শিত হয়েছে।

ন্যায়ালয়ের পক্ষ থেকে নয়া কৃষি আইনের উপরে স্থগিতাদেশ জারী করার সুপারিশসমূহকে অভিনন্দিত করেও সমস্ত সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত এই যে সমবেত কিংবা এককরুপে কোন সংগঠনই মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত কমিটির কোন কার্যক্রমেই অংশগ্রহন করবে না।

আজ কোর্টের সামনে সরকারের অভ্যিব্যাক্তিতেই স্পষ্ট হয়ে গেছে তারা আইন বাতিল করার বিষয়ে কমিটির সামনে কোন আলোচনার জন্য রাজি নয়।

সরকারের একগুঁয়ে মনোভাবের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মধ্যস্থতাকারী কমিটির আয়োজন করা হতে পারে। আজ মাননীয় সুপ্রিম কোর্টে আলোচনার সময়ে আমাদের পক্ষের আইনজীবীরা জানিয়ে এসেছিলেন যে কৃষকসংগঠনগুলির সাথে কথা না বলে তারা এমন কোনো কমিটির মধ্যস্থতা করার বিষয়ে মতামত দেবেন না। সন্ধ্যাবেলায় আইনজীবীদের সাথে এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি নিয়ে বিশদে আলোচনায় ঐক্যমতে সিদ্ধান্ত হয় কোন মধ্যস্থতাকারী কমিটির কাজে আমরা অংশগ্রহণ করতে চাই না।

আজ আমাদের পক্ষের আইনজীবী এবং শ্রী হরিশ সালভে সহ অন্যান্য আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে বারে বারে আবেদন জানানো হয় যাতে আগামীকাল কোর্টের পক্ষ থেকে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে নিজেদের কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল রাত নটা অবধি কোর্টের নির্দিষ্ট কার্যক্রম ঘোষিত রয়েছে ফলে আমাদেরে আবেদন খারিজ হয়। এই ঘটনা সমস্ত কৃষক সংগঠন, আমাদের আইনজীবীদের এবং একইসাথে সারা দেশের কৃষকদের গভীর বেদনা দিয়েছে। এর পরেই আলোচনার ভিত্তিতে এই প্রেস বিবৃতি জারী করার সিদ্ধান্ত নেওয়া হয় যাতে সংশ্লিষ্ট বিষয়ে সবাই আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারে।

কৃষকদের প্রতিনিধি হিসাবে মাননীয় সুপ্রিম কোর্টের সমস্ত সুপারিশগুলির প্রতি আরও একবার গভীর শ্রদ্ধা সত্ত্বেও একথা জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের পক্ষে সেই সুপারিশ মেনে নেওয়া সম্ভব নয়। দেশের কোটি কোটি কৃষকদের কল্যানের স্বার্থে এবং ব্যাপক অর্থে সারা দেশের জনগণের স্বার্থেই আমাদের এই আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে মিথ্যাপ্রচার চালানো হয়েছিল যে এই আন্দোলন কেবলমাত্র পাঞ্জাবেই সীমাবদ্ধ, তাকে ভুল প্রমান করেই হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্য থেকে হাজার হাযার কৃষক আমাদের সাথে দিল্লী সীমান্তে আন্দোলনে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন চলছে।

আইনজীবীদের সাথে যে প্রতিনিধিদল আলোচনা করেছে সেই দলে ছিলেন এস বলবীর, এস রাজেওয়াল, ডঃ দর্শন পাল, এস প্রেম, এস ভাঙ্গু, এস রাজিন্দর সিং দীপ সিং ওয়ালা এবং এস জগমোহন সিং। আইনজীবীদের দলে হাজির ছিলেন প্রবিন আইনজীবী দুস্যন্ত দাভে, এস প্রশান্ত ভূষণ, এস কলিন গঞ্জালভেস এবং এস এইচ এস ফুলকা।

সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে

ডঃ দর্শন পাল
শেয়ার করুন

উত্তর দিন