Logo oF Communism

মিডিয়া চ্যানেলগুলির উপর নিষেধাজ্ঞা জারী করার বিষয়ে পলিট ব্যুরোর বিবৃতি

তারিখঃ শনিবার, ৭ মার্চ, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি ঘোষণা করেছেঃ

মিডিয়া চ্যানেলগুলির উপর নিষেধাজ্ঞা জারীর ঘটনাকে নিন্দা জানানো হচ্ছে।

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক থেকে এশিয়া নেট নিউজ এবং মিডিয়া ওয়ান নামের দুটি মালয়ালম সংবাদ চ্যানেলের উপরে ৪৮ ঘন্টার জন্য স্পম্প্রচারে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সিপিআই(এম) পলিট ব্যুরো এই নিষেধাজ্ঞা জারী করার তীব্র নিন্দা জানাচ্ছে। মোদী সরকারের এধরণের কঠোর পদক্ষেপ আসলে গণমাধ্যমের উপরে সরাসরি আক্রমন।

এই নিষেধাজ্ঞা জারীর কারণ হিসাবে বলা হয়েছে ঐ চ্যানেল দুটিতে দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তার, আরএসএস’র ভূমিকার এবং কেন্দ্রীয় সরকারের বিলম্বে হস্তক্ষেপের সমালোচনা করা হয়েছিল।

এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে, যে খবর সরকারের অপছন্দ তাকে চাপা দিতেই সরকারের পক্ষ থেকে এধরণের স্বৈরাচারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণমাধ্যমকে চেপে রাখার এই ঘটনা আসলে দিল্লিতে সাম্প্রদায়িক হিংসাকে রুখতে কেন্দ্রের নিন্দনীয় ভূমিকাকে আড়াল করতে এবং হিংসায় প্ররোচনা দেওয়া শাসক দলের নেতা-নেত্রিদের সুরক্ষা দিতে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।
শেয়ার করুন

উত্তর দিন