PB Statement

সাম্প্রতিক নির্বাচনের ফলাফল প্রসঙ্গে পলিট ব্যুরো'র বিবৃতি

৮ ডিসেম্বর,২০২২, বৃহস্পতিবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সাম্প্রতিক যে তিনটি নির্বাচন হয়েছে তার মধ্যে গুজরাটে বিজেপি ব্যাপক জয় লাভ করেছে। তবে অন্য দুটি নির্বাচনে হেরেছে - হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন এবং দিল্লি পৌরসভা নির্বাচন।

গুজরাটে, বিজেপির টানা সপ্তম জয় হল গভীর সাম্প্রদায়িক মেরুকরণের একটি নিশ্চিতকরণ। গত তিন দশক ধরে বিজেপি-আরএসএস দ্বারা এই মেরুকরণ তৈরি করা হয়েছে।গুজরাটি অস্মিতা সম্পর্কে বক্তৃতা সহ একটি হিন্দুসর্বস্ব পরিচয়ের লাগাতার প্রক্ষেপন মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং দুর্বল জনস্বাস্থ্য এবং শিক্ষাগত মানের অবনয়নের মতো আরও গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে অতিক্রম করতে সফল হয়েছে।

হিমাচল প্রদেশে, কংগ্রেসের বিজয় বিজেপির জন্য অত্যন্ত হতাশাজনক। বিজেপি নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য সমস্ত চেষ্টা করেছিল এবং রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করেছিল বাধাহীন ভাবে । বিজেপির অপশাসন নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বিরাজমান ছিল।

দিল্লিতে, সংযুক্ত মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নির্বাচনের ফলাফলে আম আদমি পার্টি গত পনের বছর ধরে কর্পোরেশন দখল করে রাখা বিজেপিকে পরাস্ত করেছে। দিল্লির জনগণ বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত ছলচাতুরি ও অপকৌশলকে প্রতিহত করেছেন ।

হিমাচল প্রদেশ এবং দিল্লির ফলাফলগুলি বিপুল অর্থ শক্তি এবং ক্ষমতা সত্ত্বেও বিজেপির দুর্বলতা প্রকাশ্যে এনেছে। বহুল আলোচিত মোদী ফ্যাক্টরের সীমাবদ্ধ তাও সামনে এসেছে।

বিরোধী দলগুলির উচিত এই ফলাফলগুলি থেকে সঠিক শিক্ষা নেওয়া এবং সমস্ত শক্তিকে সুসংহত করে বিজেপির বিরুদ্ধে রাজ্যভিত্তিক একটি কার্যকর ঐক্যবদ্ধ বিরোধী ঐক্য তৈরি করার সর্বাত্মক পরিকল্পনা করা।


শেয়ার করুন

উত্তর দিন