মানুষের লড়াইকে আরো শক্তিশালী করে তুলতে নতুন উদ্যোগ

মানুষের লড়াইকে সঙ্ঘবদ্ধ করার নতুন উদ্যোগ

কোভিড মহামারীর বিরুদ্ধে মানুষের লড়াইকে আরো সঙ্ঘবদ্ধ করার লক্ষ্যে এক নতুন উদ্যোগ। এক নতুন সম্ভাবনা। আত্মপ্রকাশ করলো নতুন ওয়েবসাইট www.covidmemorial.in

মানুষকে বহুদিন ঘরবন্দী করে রেখেছিলো করোনা মহামারী। হারাতে হয়েছে আপনজনদের। সেই মৃত্যুমিছিল আজও শেষ হয়নি। এখনো প্রতিদিন বহু মানুষের প্রাণ কাড়ছে কোভিড ভাইরাস। রুটিরুজি হারিয়ে চরম অনিশ্চয়তার পথে অসংখ্য জীবন। অপরিকল্পিত লকডাউন, কেন্দ্র ও অধিকাংশ রাজ্যের একের পর এক অমানবিক পদক্ষেপ মানুষের যন্ত্রনাকেও বাড়িয়ে তুলেছে বহুগুন। কোভিড মোকাবিলায় শারীরিক দূরত্বের বদলে সোসাল ডিসটেন্সিংয়ের নামে মানুষের সামাজিক ঐক্যকে ভেঙে দেওয়ার নানা চেষ্টাও চলছে।
এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে এই ওয়েবসাইট। এই অসময়ে মানুষের একতাকে আরো দৃঢ় করতে, মনের গণ্ডিকে ডিসট্যান্সমুক্ত রাখতেই এক নতুন প্রচেষ্টা, covidmemorial.in । কোভিড মহামারীতে প্রাণ হারানো আপনার প্রিয়জনের স্মৃতিকে সামনে রেখে লড়াইয়ের পথে এগিয়ে চলার এই প্রয়াসে সামিল হোন আপনিও।

আজই যুক্ত হোন আমাদের সাথে।

আপনার মোবাইল/কম্পিউটারের ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন covidmemorial.in

খুলে যাবে আমাদের ওয়েবসাইট আপনার ডিভাইসে।
যেখানে আপনি প্রথমেই পৌঁছে যাবেন হোম পেজে।

কিছুটা স্ক্রল করে আসার পর আপনার সামনে দেখতে পাবেন Covid Obituaries Search অপশন।

যেখানে আপনি সার্চ করে পেতে পারেন করোনা মহামারীতে মৃত মানুষের নাম ও তাঁর স্মৃতির প্রতি প্রিয়জনদের শ্রদ্ধা।

হোম বটনের ঠিক পাশেই দেখতে পাবেন Obituaries অপশন।
সেখানে আপনি পেয়ে যাবেন করোনা মহামারীতে প্রাণ হারানো মানুষের তালিকা, জন্ম মৃত্যুর তারিখ, সাথে বিস্তারিত আরো কিছু তথ্য।

Obituaries অপশনের ঠিক পাশেই পাবেন Share Your Story বাটন।

যেখানে আপনি এই করোনা মহামারীতে প্রাণ হারানো স্বজনের নাম, জন্ম তারিখ, মৃত্যু দিন ও তাঁকে স্মরণ করে কিছু কথা নিজেই লিখতে পারবেন।

আর তার জন্য আগে আপনাকে মেনু বারের ডান পাশে লগ ইন অর সাইন আপ বটনে ক্লিক করে নিজেকে নথিভুক্ত করতে হবে।

Share Your Story এর ঠিক পাশে আছে COVID Survivors সার্চ অপশন।

সেখানে আপনি পেয়ে যাবেন এই করোনার বিরুদ্ধে লড়াই করে যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের তালিকা, করোনা আক্রান্তদের অভিজ্ঞতা, ইত্যাদি।

যুক্ত থাকুন আমাদের সাথে, তুলে ধরুন করোনাকালে স্বজন হারানো মানুষের কথা। সামাজিক না, করোনা মোকাবিলার সুনির্দিষ্ট প্রয়োজনে বজায় রাখুন শারীরিক দূরত্ব। গড়ে তুলুন সামাজিক ঐক্য। করোনার বিরুদ্ধে, করোনা মোকাবিলার যাবতীয় ত্রুটি-বিচ্যুতি-অবহেলার বিরুদ্ধে, মানুষের লড়াইকে আরো শক্তিশালী করে তুলুন।


শেয়ার করুন