Logo oF Communism

ভারত বনধের সমর্থনে শাসকবিরোধী সব রাজনৈতিক দল - প্রেস বিবৃতি

তারিখঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

প্রেস বিবৃতি

৮ ডিসেম্বর ভারত বনধ সমর্থন করুন

সারা দেশের বিভিন্ন কৃষক সংগঠনগুলির সম্মিলিত সংগ্রাম আন্দোলনের প্রতি সংহতি এবং পশ্চাদপদ কৃষি আইনসহ সংশোধিত বিদ্যুৎ আইন খারিজ করার দাবীতে ৮ ডিসেম্বরের ভারত বনধের যে আহ্বান তারা রেখেছেন তাকে সমর্থন জানিয়ে এই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাক্ষর করেছেন।

সংসদে কোনোরকম আলোচনা এবং প্রস্তাবিত বিলের উপরে ভোট না করিয়েই নির্লজ্জের ন্যায় অগণতান্ত্রিক কায়দায় যেভাবে নয়া কৃষি আইনগুলিকে পাশ করিয়ে নেওয়া হয়েছে তাতে ভারতের খাদ্য নিরাপত্তা সংকটে পড়বে, ভারতীয় কৃষিব্যাবস্থা এবং দেশের কৃষকদের ধ্বংস করা হবে। ন্যূনতম সহায়ক মূল্যের ব্যাবস্থা খারিজ করার অর্থ হবে দেশের অভ্যন্তরীণ বাজার এবং কৃষিব্যাবস্থাকে দেশি-বিদেশী কৃষিপণ্য বিপণনকারী কর্পোরেট সংস্থার হাতে বন্ধক দেওয়ার সমান।

দেশের গণতান্ত্রিক রীতিনীতি এবং প্রকরণ সম্মতপথে চলে কেন্দ্রীয় সরকারের উচিত আমাদের কৃষক – অন্নদাতাদের ন্যায্য দাবীসমূহ মেনে নেওয়া।

সনিয়া গান্ধী

সভানেত্রী, আই এন সি

এম এক স্ট্যালিন

সভাপতি, ডি এম কে

শরদ পাওয়ার

সভাপতি, এন সি পি

তেজস্বী যাদব

নেতা, আর জে ডি

ফারুখ আবদুল্লাহ

চেয়ারম্যান, পি এ জি ডি

অখিলেশ যাদব

সভাপতি, এস পি

সীতারাম ইয়েচুরি

সাধারণ সম্পাদক, সিপিআইএম

ডি রাজা

সাধারণ সম্পাদক, সি পি আই

দীপংকর ভট্টাচার্য

সাধারণ সম্পাদক, সিপিআই(এম – এল)

দেবব্রত বিশ্বাস

সাধারণ সম্পাদক, এ আই এফ বি

মনোজ ভট্টাচার্য

সাধারণ সম্পাদক, আর এস পি
শেয়ার করুন

উত্তর দিন