PB Statement

মোদি সরকারের 'এক দেশ, এক নির্বাচন' উদ্যোগকে রুখতে হবে

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

১৯ সেপ্টেম্বর,২০২৪

কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের সংসদ, রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির একযোগে নির্বাচনের জন্য কোবিন্দ কমিটির সুপারিশগুলি গ্রহণ করেছে।

‘এক দেশ, এক নির্বাচন’ মডেলটি বাস্তবায়িত হলে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই প্রস্তাবগুলির ফলে লোকসভা নির্বাচনের সাথে একযোগে করার জন্য কিছু বিধানসভার সময়সীমা কমে যাবে। শুধু তাই নয়, যদি একটি রাজ্য সরকারের পতন হয় এবং বিধানসভা ভেঙে দেওয়া হয়, তবে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচন শুধুমাত্র আগের বিধানসভার অবশিষ্ট মেয়াদের জন্য হবে। এই সবই সংবিধানে বর্ণিত পাঁচ বছরের জন্য জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকার লঙ্ঘন করে। উপরন্তু, শুধুমাত্র বিধানসভার অবশিষ্ট মেয়াদের জন্য মধ্যবর্তী নির্বাচনের সুপারিশ নতুন উদ্যোগের উদ্দেশ্যকে ব্যর্থ করে, যা নাকি নির্বাচনের আধিক্য এড়াতে ভাবা হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পর পাঁচ বছর মেয়াদ শেষে আরেকটি নির্বাচন করতে হবে।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর ঘৃণ্য আক্রমণের আরেকটা স্পষ্ট নিদর্শন হল-সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভার একযোগে নির্বাচন করানোর পদক্ষেপ। এটি চরম কেন্দ্রীকরণ এবং স্থানীয় সংস্থাগুলির বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যের পরিপন্থী। পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থার নির্বাচনগুলি রাজ্য সরকারের আওতাধীন এবং এটি লঙ্ঘনের চেষ্টা করা হয়েছে। ভারতের বিশাল বৈচিত্র্য এবং বিভিন্ন রাজ্যে ভিন্ন অবস্থার কারণে এটি একটি অযৌক্তিক প্রস্তাব।

'এক দেশ, এক নির্বাচন' ধারণাটি আরএসএস-বিজেপির মস্তিষ্কপ্রসূত, যারা দেশে একজন নেতার নেতৃত্বে একটি কেন্দ্রীভূত এককেন্দ্রিক রাষ্ট্র তৈরি করতে চায়।

সিপিআই(এম) এই ঘৃণ্য উদ্দেশ্যে সংবিধান সংশোধনের যেকোনো পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে। গণতন্ত্র, বহুত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দেয় এমন প্রতিটি দলকে দৃঢ়ভাবে বিরোধিতায় এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই ক্ষতিকর পদক্ষেপকে ব্যর্থ করতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন