CPIMCC

জাতিভিত্তিক জনগণনার দাবিকে সমর্থন জানালো সিপিআই(এম)

জাতিভিত্তিক জনগণনার দাবী প্রসঙ্গে

তারিখঃ মঙ্গলবার - ৭ সেপ্টেম্বর, ২০২১

জাতিভিত্তিক জনগণনার দাবী পুনরায় সামনে এসেছে। সাধারণ জনগণনায় তফসিলি জাতি ও তফশিলি উপজাতি ভিন্ন জনগনের অন্যান্য পশ্চাদপদ অংশের মানুষ সম্পর্কে কোনো তথ্য থাকে না। ভারতে বসবাসকারী জনগণের বিভিন্ন পশ্চাদপদ অংশগুলিকে চিহ্নিত করে সঠিক জনগণনার প্রয়োজন রয়েছে।

২০২১ সালে সাধারণ জনগণনার সাথেই সথিক অর্থে জাতিভিত্তিক জনগণনার দাবিকে সমর্থন জানাচ্ছে সিপিআই(এম)।


শেয়ার করুন

উত্তর দিন